পাতা:অভিজ্ঞান শকুন্তলা নাটক.djvu/১৪৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

अङिख्ळम भकूडली माझेक । '\3న মিশ্র। বিরহিগণের ব্যবহার পূর্বাপর বিরুদ্ধ। রাজা। বয়স্য ! নিরন্তর দুঃখ কি ৰূপে ভোগ করিব ? উপায় নাহিক কোন প্রিয়ার দর্শনে । নিদ্রা নাহি হয় যে হে দেখিব স্বপনে ॥ চিত্রপটে নাহি পাই দেখিতে তাহায় । অণথি নীরে দৃষ্টি রোধ করে হায় হায় ॥ মিশ্র। রাজা বিচ্ছেদদুঃখ সম্পূর্ণৰূপে মাজনা করিতে পারিতেছেন না ; প্রিয়সখীর নিমিত্ত র্তাহার দুঃখ প্রত্যক্ষৰূপে প্রকাশ পাইতেছে। পুনর্ব্বার চতুরিকা চেটা প্রবেশ করিল। চেট। মহারাজ ! তুলিক ও বর্ণপাত্র লইয়া আমি এস্থানে আসিতেছিলাম— রাজা । তার পর । চেট। তার পর দেবী বসুমতী, পিঙ্গলিক কর্তৃক ইহা ৰিদিত হইবামাত্র “ আফুিই আর্যপুত্র সমীপে উপস্থিত করিতেছি, কহিয়া আমার হাতহইতে বলপূর্ব্বক তাহা গ্রহণ করিয়াছেন । - বিদু। তুমি কি ৰূপে এড়াইয়া আসিলে ? চেট। যখন পরিচারিকাগণ, লতাবিটপলগ্ন দেবীর অঞ্চল মোচন করিয়া দিতেছিল, সেই অবসরে আমি পলায়ন করিয়াছি ।