পাতা:অভিজ্ঞান শকুন্তলা নাটক.djvu/১৫১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

>8Հ , অভিজ্ঞান শকুন্তলা নাটক । প্রতি । মহারাজ ষা আজ করলেন । ( প্রস্থান করিল। ) রাজা । শুন শুন । , . . . . প্রতি । ( প্রত্যাগমন করিয়া ) মহারাজ আসিয়াছি । রাজা। প্রজাগণের সন্ততি থাকুক বা না থাকুক, প্রজাদের স্নেহপাত্র পুত্র মিত্রগণ । নির্দোষেতে কেহ হয় যদ্যপি নিধন । ছমস্ত ভূপতি হবে তাদের সে জন । এই রব রাজ্য মধ্যে করহ ঘোষণ ॥ প্রতি। ইহা ঘোষণা করিয়া দিব । (গমন করিয়া পুনর্ব্বার আগমনপূর্ব্বক) মহারাজ ! আপনার শাসন গলপ্রবিষ্ট বস্তুর ন্যায় মহাজনদিগের কর্তৃক অভিমত হইয়াছে। রাজা । ( নিশ্বাস পরিত্যাগ করিয়া ) নিঃসন্তান নিরবলম্বন পুরুষদিগের মরণান্তে তাহাদিগের সম্পদ হস্তান্তর হইয়া অন্য ব্যক্তিকে অবলম্বন করে ; আমার লোকান্তর প্রাপ্তি হইলে পুরুবংশের সম্পত্তিও এই ৰূপ হইবেক । প্রতি। আপনার অমঙ্গল প্রতিহত হউক । রাজা। সখে স্বয়ং উপস্থিত শ্রেয়সীকে আমি অপমান করিয়াছি। আমাকে ধিক। মিশ্র। ইনি নিশ্চয় প্রিয় সখীকেই মনে করিয়া আত্মাকে নিন্দ করিতেছেন । , রাজা । বংশের মর্য্যাদা ধর্ম্মপত্নী গর্ভবতী । , তারে ত্যজিয়াছি আমি হায় কি দুর্ম্মতি ॥