পাতা:অভিজ্ঞান শকুন্তলা নাটক.djvu/১৫২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অভিজ্ঞান শকুন্তলা নাটক। ×8vუ, উর্ব্বর ভূমিতে বীজ করিয়ে বপন । উৎপাটন করা পুনঃ অমুক্ত যেমন । মিশ্র । শীঘ্র তোমার সহিত প্রিয় সর্থীর মিলন হইবে । চেটী । ( জনাস্তিক করিয়া ) আর্যপ্রতিহারি! আমাত্য এই পত্র প্রেরণ করিয়া কি বিচারসিদ্ধ কর্ম্ম করিয়াছেন ? দেখ ইহা দর্শন করিয়া মহারাজ নেত্রজলে আদ্র হইতেছেন, আমরা কোন কৌশলদ্বারা এ শোক নিবারণ করিতে সমর্থ হইব না ; যাহা হউক মহারাজের সন্তাপ যাহাতে দূর হয় এমত উপায় চিন্তা করা উচিত । সম্প্রতি ভূমি মেঘাছন্ন প্রাসাদহইতে শোক নির্ব্বাণকারী বিদূষককে আনয়ন কর । প্রতি। ভাল বলিয়াছ। (ইতি নিষ্কান্ত । ) রাজা। হায় ! দুখন্তের পিণ্ডগ্রাহী পিতৃপুরুষেরা এক্ষণে অত্যন্ত চিন্তাকুল হইয়া, বোধ হয় এই কহিতেছেন, “ কে আর ইহার পর করিবে তৰ্পণ । আমাদের কেবা জল করিবে অৰ্পণ , ॥ এই ৰূপ পিতৃলোক করিয়ে চিন্তন। আমার প্রদত্ত জল করেন গ্রহণ ॥ মিশাইয়ে নিজ নিজ আশ্রমজল তায় । করেন তাহারা পান তাহা হায় হায় ॥ মিশ্র। প্রদীপ উজ্জ্বল থাকিলেও ব্যবধান দোষে এই রাজর্ষি অন্ধকার অনুভব করিতেছেন।