পাতা:অভিজ্ঞান শকুন্তলা নাটক.djvu/১৫৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

× 8y) অভিজ্ঞান শকুন্তলা নাটক । সহজে জরাতে হয় কম্পিত শরীর। এত কম্প কি কারণে বল হে স্থবির ॥ তোমার সর্বাঙ্গ ভয়ে কঁাপিছে সঘনে । প্রত্যেক অশ্বথ,দল ষখা সমীরণে। কঞ্চ । মহারাজ ! বন্ধুকে পরিত্রাণ করুন। রাজ। কাহা হইতে পরিত্রাণ করিব ? কঞ্চ। মহৎ বিপদ হইতে। রাজা । স্পষ্টৰূপে কহ । কঞ্চ মেঘাচ্ছন্ন নামে যে দিগবলোকন প্রাসাদ আছে,— রাজা । তাহাতে কি ? কঞ্চ শিখির অলঙ্ক্ষ্য সেই অত্যুচ্চ প্রাসাদে । তব প্রিয়তম বন্ধু পড়েছে প্রমাদে ॥ গুপ্তভাবে তাহারে কে কারছে নিগ্রহ । হায় হয় তার আজি হইল কি গ্রহ ॥ রাজা।(সহসা উত্থান করিয়া) আঃ ! আমারো গৃহ, গ্রহদ্বারা অভিভূত? অথবা নৃপত্ত্ব অনেক বিস্ত্র বেষ্টিত হয়। আমাদের অপচয়, দিন দিন উপজয়, যদি কোন কার্য্যে ক্রুটি হয়। প্রজাদের মধ্যে তায়, কেবা কোন পথে যায়, কিৰূপে জানিব সমুদয় ॥ নেপথ্যে ৷ ‘ রক্ষা কর রক্ষা কর । ,, রাজ। ( শুনিব। মাত্র গমন করিয়া ) সখে ! ভয় নাই২ | নেপথ্যে । ভয় নাই কি ? কে যেন সৰলে ইক্ষুদণ্ডের ন্যায় আমার শিরোধর ভগ্ন করিতে উদ্যত হইয়াছে।