পাতা:অভিজ্ঞান শকুন্তলা নাটক.djvu/১৫৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অভিজ্ঞান শকুন্তলা নাটক । ›8ፃ রাজ। (দৃষ্টিক্ষেপ করিয়া ) ধনুঃ ধনুঃ । প্রতিহারী ধনুঃহস্তে করিয়া প্রবেশ করিল | প্রতি। মহারাজের জয় হউক মহারাজের জয় হউক । মহারাজ ! এই সশর শরাসন ও এই হস্তাবরক। (রাজা শরসংযুক্ত ধনুঃগ্রহণ করিলেন । ) নেপথ্যে। “ ব্যাঘ্র যথা পশুগণ করি আক্রমণ । গ্রীবার রুধির আগে করয়ে গ্রহণ ॥ আজি আমি গ্রীবাভেদ করিয়ে তোমার । রুধির খাইতে ইচ্ছা হতেছে আমার ॥ অতএব এইক্ষণে তোমা হেন জনে । দুষ্মন্ত ব্যতীত ত্রাতা কে আছে ভুবনে ॥, রাজা । ( ক্রোধের সহিত ) এই যে আমাকেই উদেশ করিতেছে ; আঃ ! রাক্ষসাধম! কিয়ৎক্ষণ থাক, অনতিবিলম্বে তোর দর্প চূর্ণ করিতেছি। ( ধনুঃ আরোপণ করিয়া ) পার্ব্বতায়ণ ! আগ্রে অগ্রে চল । কঞ্চ মহারাজ ! এই স্থান দিয়া আসুন। (সত্বর হইয়া গমন করিলেন । ) রাজা । ( চতুর্দ্দিক অবলোকন করিয়া ) এ গৃহ যে শূন্য দেখিতেছি । নেপথ্যে । “ মহারাজ রক্ষাকরুন২, আমি আপনাকে দেখিতেছি, কিন্তু আপনি আমাকে দেখিতে পাইতে