পাতা:অভিজ্ঞান শকুন্তলা নাটক.djvu/১৫৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অভিজ্ঞান শকুন্তলা নাটক। >8Ꮌ রাজা । ( সসন্ত্রমে অস্ত্র সংহরণ করিয়া ) অয়ে ! দেবরাজ সারথে মাতলি ! মঙ্গলত ? মাত। ই মঙ্গল । বিদু। হায়! আপনার কি আশ্চর্য্য প্রতিজ্ঞা, কোথায় ইহাকে পশুবৎ হনন করবেন, তাহা না,ইহাকে স্বাগত জিজ্ঞাসা দ্বারা আনন্দযুক্ত করিতেছেন। মাত । ( ঈষৎ হাস্য করিয়া ) মহারাজ ! যে কারণে ইন্দ্র আমাকে আপনার সন্নিধানে - প্রেরণ করিয়াছেন, নিবেদন করি, শ্রবণ করুন । রাজা । বল, অবধান করিতেছি । মাত। কালনেমির পুত্র দুজ্জয় নামে কতিপয় দানব আছে,রাজা। ই ই পূর্ব্বে নারদ প্রমুখাৎ তাহা শ্রত হইয়াছি। দেবরাজ করেছেন তোমায় স্মরণ । তাহার অবধ্য দৈত্য করিতে নিধন ॥ যেমন নিশার তম অতি ঘোরতর । রবি না নাশিতে পারে সাশে শশধর ॥ অতএব আপনি ধনুধারণ পূর্বক দেবরথে আরোহণ করিয়া বিজয়ের নিমিত্ত প্রতিপন্ন হউন। রাজা । দেবরাজের এই সম্ভাবনা দ্বারা আমি অনুগৃহীত হইলাম, কিন্তু মাধব্যের প্রতি কিনিমিত্ত এৰূপ ব্যবহার করিলে ? মাত । ( ঈষৎ হাস্ত করিয়া ) ইহাও কি কহিতে হইবে ? মহারাজ ! আপনাকে মনস্তাপ প্রযুক্ত বিকৃত