পাতা:অভিজ্ঞান শকুন্তলা নাটক.djvu/১৬০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

আকাশ পথে রথাৰূঢ় রাজা ও মাতুলি । রাজা। মাতলে ! আমি ইন্দ্রের আজ্ঞানুষ্ঠান করিলাম বটে, কিন্তু তিনি যে প্রকার আমার প্রতিষ্ঠা করিয়াছেন আমি সেৰূপ ৰ্তাহার সৎকার করিতে পারি নাই। অতএব আত্মাকে অনুপযুক্ত জ্ঞান করিতেছি। মাত। মহারাজ ! এ অসন্তুষ্টত। উভয় পক্ষেই সমান । যেহেতু ইন্দ্রের করেছ তুমি যেই উপকার। তাহা অতি লঘুজ্ঞান হতেছে তোমার ॥ সেৰুপ তোমার ইন্দ্র করি উপকার। লযুজ্ঞানে দিতেছেন তাহাতে ধিক্কার ।