পাতা:অভিজ্ঞান শকুন্তলা নাটক.djvu/১৬২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

X & \o অভিজ্ঞান শকুন্তলা নাটক । কপলতা মধ্যে মধ্যে যত দেবগণ । স্বরনারীদের মুর্ত্তি করিয়ে লিখন ॥ অবশিষ্ট বর্ণ লয়ে সুললিত গীতে । লিখিছেন তারা তব সুচারু চরিতে ॥ রাজা । মাতলে । পূর্বে অসুর সংগ্রামৌৎসুক্য হেতু ত্বর জন্য এই রম্য স্থান নিরীক্ষণ করিতে পারি নাই, বল, এক্ষণে কোন পবন পদবীতে উপস্থিত হইয়াছি। মাত। ধূলিশূন্য প্রবহ পবনের এ পথ । মন্দাকিনী এই পথে বিরাজে সতত ॥ চক্রণকারে শোভা করে যত তারাগণে । পবিত্র হয়েছে হরি চরণ স্পর্শনে ॥ রাজা। মাতলে ! এই নিমিত্তই আমার অন্তরাত্মা, বাহেন্দ্রিয়ের সহিত প্রসন্ন হইতেছে । ( রথচক্র বিলোকন করিয়া ) বোধ করি আমরা মেঘ পদবীতে অবতীর্ণ হইয়াছি। মতি । কি ৰূপে জানিলেন । রাজা । ( বিলোকন করিয়া ) পর্ব্বত গহবর, হইতে সত্বর, পড়িছে চাতক চয় । বিদ্যুত প্রভায়, ঘোটকের কায়, রক্তিম বরণ হয় ॥ আদ্র চক্র আর, বাম্পে পুনর্ব্বার, হইয়াছে এ স্তন্দন । ૨.૦