পাতা:অভিজ্ঞান শকুন্তলা নাটক.djvu/১৬৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অভিজ্ঞান শকুন্তলা নাটক। :ృ(t(t স্বয়ষ্ণুর সন্তান মরীচি মহাশয়। কশ্যপ নামেতে ঋষি তাহার তনয় ॥ সুরাসুর গুরু সে কশ্যপ তপোধন । জায়াসনে ষোগাসনে এখানেতে রন ॥ রাজা । ( আদরের সহিত ) মাঙ্গল্য কর্ম্ম উল্লঙ্ঘন করা বিধেয় নহে, অতএব ভগবান কশ্যপকে প্রণাম প্রদক্ষিণ করিয়া যাইতে ইচ্ছা করি। মাত । ইহা উত্তম কম্প । ( রথস্থির করিয়া ) এই আ মর অবতীর্ণ হইলাম । রাজা ! ( সবিস্ময় ) দেবরাজসারথে ! রথের চক্রের শব্দ, নাহি হয় শ্রীতি লব্ধ, ধুলাউড়া দেখিতে না পাই। ভূমিস্পর্শ নাহি করি, রহিয়াছে শুন্যোপরি, অবতীর্ণ লক্ষ্য হয় নাই ॥ মাত । ইন্দ্রের এবং আপনার রথের এই বিশেষ । রাজা । কোনদিকে ভগবান কশ্যপের আশ্রম ? মাত । (হস্তদ্বারা নির্দেশ করিয়া ) ঐ দেখুন, বলীকে অৰ্দ্ধেক কায় নিমগ্ন র্যাহার । সপত্বকে ব্রহ্মস্থত্র রচিত আবার ॥ কণ্ঠদেশে বেষ্টিত হয়েছে লতা সব । কিবা বাহ জ্ঞান শূন্য অতি অসম্ভব ॥ ক্রোড়ে নীড় নির্ম্মাণ করেছে পক্ষিগণ । বিশেষ মস্তকে জটা করেন ধারণ ॥