পাতা:অভিজ্ঞান শকুন্তলা নাটক.djvu/১৬৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Ꮌ©& অভিজ্ঞান শকুন্তলা নাটক । মরি কিবা ঋষি রবিমণ্ডলে লক্ষিয়ে । নিম্পত্র পাদপ সম আছেন বসিয়ে ॥ রাজা । ( বিলোকন করিয়া ) এমন কষ্টতপস্বীকে নম স্কার করি । মাত । ( রশ্মি সংযত করিয়া) এই অদিতি বৰ্দ্ধিত মন্দারতরুযুক্ত প্রজাপতির আশ্রমে আমরা প্রবেশ করিয়াছি। রাজা । আহে ! স্বর্গ হইতেও এস্থান অধিক সুখকর, এ স্থানে প্রবেশ করিয়া যেন অমৃত হ্রদেই অবগাহন করিলাম । মাত । ( রথ স্থাপন করিয়া ) মহারাজ ! অবরোহণ করুন । রাজা । ( অবতীর্ণ হইয়া) তুমি নামিবে না ? মাত । ক্রী, যথা নিয়মে রথ স্থাপিত করিয়াছি, এক্ষণে নামি । ( নামিয়া) এই দিকদিয়া আসুন, ভগবান কশ্যপের ঐ তপোবন অবলোকন করুন। রাজা। মহর্ষিদিগকে ও এই তপোবনভূমি অবলোকন ক রিয়া আমি অত্যন্ত বিস্ময়াপন্ন হইয়াছি। বাঞ্ছা কম্পতরুগণ, কি শোভ করেছে বন, মৃদু মন্দ বহিছে পবন । পবনে কি গুণ মরি, যাহাতে জীবন ধরি, করিছেন ঋষিরা যাপন ॥ পদ্মরেণু স্বর্ণপ্রভ, জলের কোপিশ শোভ, যাহে নিত্য হয় পুণ্য স্নান। গৃহ আর সমুদয়, রত্নশীলাময় হয়, সম্পন্ন যাহাতে হয় ধ্যান ॥