পাতা:অভিজ্ঞান শকুন্তলা নাটক.djvu/১৬৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অভিজ্ঞান শকুন্তলা নাটক । · Ꮌ☾Ꮈ এথা সুরনারীগণ, সদা করে আগমন, ঋষিগণ করি দরশন । বিকার নাহিক মনে, নিজ নিজ যোগাসনে, করিছেন তপস্যা সাধন ॥ অন্যত্রের তপোধন, হন ব্যাকুলিত মন, পাইবারে এই পুণ্য স্থান। ধন্য এই ঋষিগণ, এথা বাস অনুক্ষণ, এই স্থান স্বর্গের সমান ॥ মাত ! মহৎ লোকের প্রার্থনা ক্রমশই বৃদ্ধিকে পাইয়া থাকে। ( যাইতে যাইতে এক ঋষিকুমারকে দেখিয়া ) হে ঋষিকুমার ! ভগবান কশ্যপ এক্ষণে কি করিতেছেন? কি বলিলে ? তিনি অদিতি কর্তৃক জিজ্ঞাসিত হইয়া র্তাহাকে পতিব্রতা ধর্ম্ম শ্রবণ করাইতেছেন ? তবে কিয়ৎক্ষণ প্রতীক্ষা করা উচিত । ( পরে রাজাকে সম্বোধন করিয়া ) মহারাজ ! আপনি এই অশোক তরুর ছায়াতে অবস্থিত হইয়া, কিঞ্চিৎ অপেক্ষ করুন, আমি মহৰ্ষির নিকটে আপনার আগমন সংবাদ দিয়া আসি । রাজা । যাহা ভাল বুঝ তাহাই কর ? ( মাতলি নিষ্কান্ত ।) রাজা । ( দক্ষিণ বাহুর স্পন্দন অনুভব করিয়া ) ওরে বাহু এথা হবে কি শুভ এমন । অকারণে কেন তুমি করিছ নর্ত্তন।