পাতা:অভিজ্ঞান শকুন্তলা নাটক.djvu/১৭০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অভিজ্ঞান শকুন্তল৷ নাটক । ᏱTMᏱ রাজা। ভাল। (সম্মুখে আসিয়া ঈষৎ হাস্য মুখে) ওহে মহর্ষিপুত্র ! কেন হে বালক তব এমন ব্যভার । অশুচি করিছ ঋষি পিতাকে তোমার ॥ কালসৰ্পশিশু করে চন্দনে দূষিত। দেখিতেছি সেইৰূপ তোমার চরিত ॥ তাপসী । ভদ্রমুখ ! ইনি ঋষিকুমার নন। রাজা । ষ্টা, বালকের অণকার প্রকার দেখিয়াই বোধ হইয়াছে ঋষিকুমার নন, কিন্তু এই স্থানে আছেন, একারণ এৰূপ বোধ করিয়াছিলাম । ( ইহা কহিয়া বালকের হস্তহইতে সিংহশাবককে মুক্ত করিয় দিলেন, এবং স্পর্শমুখ অনুভব করিয়া মনে মনে কহিতে লাগিলেন । ) আহা মরি এবালক কুলচন্দ্র করে। পরশিবা মাত্র সুখ জন্মিল আমার ॥ কিন্তু যে জনের এই কুমার রতন। কি মুখ তাহার মনে না যায় কথন ॥ তাপসী । ( উভয়কে অবলোকন করিয়া ) আশ্চর্য্য আশ্চর্য্য ! রাজা । আশ্চর্য্য সে কি ? তাপসী । আপনার সহিত এই বালকের কোন সম্বন্ধ নাই, কিন্তু উভয়ের আকারগত সোসাদৃশ্য দর্শন করিয়া বিস্ময়াপন্ন হইয়াছি; আর এ অতি দুৰ্বর্ত্ত, আপনিও え>