পাতা:অভিজ্ঞান শকুন্তলা নাটক.djvu/১৭১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

P৬২ অভিজ্ঞান শকুন্তলা নাটক। অপরিচিত, তথাপি আপনার বাক্য মাত্রেই নিরস্ত হইয়াছে । রাজা । ( বালকের গাত্র স্পর্শ করিতে করিতে ) আর্য্যে ! যদি ইনি ঋষিকুমার নন তবে কোন বংশীয় ? তাপসী । পুরুবংশীয়। রাজা । (স্বগত) তবে কি আমরা এক বংশীয় ? হইতেও পারে ; ( প্রকাশ করিয়া ) । পৌরবদিগের ইহাও কুলত্রত আছে। পৃথিবী পালন তারা করেন যখন। সুধার ভবনে বাস র্তাদের তখন ॥ তার পরে যতিব্রত করিয়ে ধারণ । তরুরমুলেতে বাস করেন স্থাপন ॥ সে যাহা হউক মনুষ্যজাতির কি এৰূপ শৌর্য্যশালী সন্তান হয় ? ইহাকে দেখিয়া আমার আশ্চর্য্য বোধ হইয়াছে। তাপসী । ভদ্রমুখ । ইহা বলিলেও বলিতে পারেন, এই বালকের জননী, অঙ্গর সম্বন্ধে এই দেবগুরুর আশ্রমে আসিয়া ইহাকে প্রসব করিয়াছেন । রাজা । ( আত্মগত ) অহে ! একথা শুনিয়া আমার হৃদয়ে পুনর্ব্বার আশার সঞ্চার হইল। (প্রকাশিয়া) আর্য্যে ! এবালক কোন রাজর্ষির পুত্র ? তাপসী। সে ধর্ম্মদারপরিত্যাগীর নাম কে মুখে আনিবে। রাজা । ( আত্মগত ) একথা যে আমাকেই লক্ষ্য করি