পাতা:অভিজ্ঞান শকুন্তলা নাটক.djvu/১৭৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ృNly অভিজ্ঞান শকুন্তলা নাটক । শকু। কি ৰূপে এই দুঃখিনী পুনর্ব্বার আপনার স্মরণ পথে পতিত হইল ? রাজা । অগ্রে বিষাদৰূপ শেল হৃদয়হইতে উত্তোলন করি, পশ্চাৎ কহিব । তব অক্রধারা প্রিয়ে, স্বচক্ষেতে নিরথিয়ে, মোহে তাহ করেছি হেলন । আজি সেই অণথি নীরে, মুছাইয়ে দিয়ে ফিরে, সন্তাপ করিব নিবারণ II (ইহা কহিয়া স্বহস্তে শকুন্তলার চক্ষের জল মু ছাইতে উদ্যত হইলেন । ) শকু (চক্ষুর জল মুছিয়া অঙ্গরীয় অবলোকন পূর্ব্বক) আর্য্যপুত্র ! এই সেই অঙ্গরীয় ? রাজা । কঁ, ইহার প্রাপ্তিতেই তোমাকে আমার স্মরণ হইয়াছে। শকু। আমি ইহার দ্বারা আপনার প্রত্যয় জন্মাইয়া দিতাম, কিন্তু সে সময়ে ইহা আমার ভুলভ হইয়াছিল। রাজা । প্রিয়ে ! তুমি এই অঙ্গরীয় ধারণ কর, যেমন লতাকুসুম সংযোগে ঋতুসমাগম বুঝাযায়, সেই ৰূপ ইহাও আমাদিগের মিলনস্থচক হউক । শকু। আর আমার উহাতে বিশ্বাস নাই, আপনিই ধারণ করুন ।