পাতা:অভিজ্ঞান শকুন্তলা নাটক.djvu/১৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অভিজ্ঞান শকুন্তলা নাটক। సి ভাঙ্গিয়ে ইঙ্গুদীফল, স্থানে স্থানে শিলাতল সমুজ্জল করিয়াছে বিচারিয়ে বুঝন । নির্ভয়েতে মৃগগণে, ভ্রমিছে স্বচ্ছন্দ মনে, স্যন্দনের শব্দ তারা অনায়াসে সহিছে । জলাশয় পখোপরি, বলকল অঞ্চল বারি, বিন্দু বিন্দু জলধারা দেখ পড়ে, রহিছে । আরও দেখ ! - পবনেতে সরোবর জল স্বচপল। তাহে ধৌত ইইতেছে কুল তরুতল । যজ্ঞের ধূমেতে যত নৰু কিসলয়। স্ববর্ণ ত্যজিয়ে সবে ভিন্ন বর্ণ হয় । মৃগশিশু কুশচয় করেছে চর্বণ । ধীরে ধীরে নিভয়েতে করিছে চারণ। দেখ দেখ কিবা শোভা হতেছে দর্শন । সুত । সত্য মহারাজ ! সকলি দৃষ্ট হইতেছে। রাজা । (অপে অপে কিয়দুর গমন করিয়া ) সারথে ! তপোবননিবাসিদিগের সর্মক্ষে এই রথ অত্যন্ত বিরোধী, অতএব আমি এই স্থানে নামিব; তাবৎকাল তুমি রথ স্থাপন করিয়া রাখ le স্থত। এই রশ্মি সংষত করিলাম, মহারাজ ! অবতরণ कङ्गम। - r রাজা। (নামিয়া এবং আপনাকে অবলোকন করিয়া) R