পাতা:অভিজ্ঞান শকুন্তলা নাটক.djvu/১৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

> অভিজ্ঞান শকুন্তলা নাটক। সারথে ! তপোবনে বিনীত বেশে গমন করিতে হয়, অতএব আমার এই সমস্ত আভরণ ও ধনুঃ তোমার স্থানে রাখ । ( বলিয়া প্রদান করিলেন, সারথি গ্রহণ করিলেন । ) রাজা । সারথে ! যদবধি অণশ্রেমবাসিদিগকে দর্শন করিয়া প্রত্যাগমন না করি, তদবধি ঘোটকদিগকে পৃষ্ঠে জলসেচন করিয়া আদ্র কর । স্থত। যে আজ্ঞা মহারাজ। (ইতি প্রস্থিত । ) রাজা। (চতুর্দ্দিক পরিক্রম এবং অবলোকন করিয়া ) এই যে তপোবনদ্বার, তবে প্রবেশ করি। ( প্রবেশ করিয়া, নিমিত্ত সকল স্বচনা করিতে লাগিলেন । ) আহে । তপোবনে বাহু মম স্ফুরে কি কারণ । কি লাভ হইতে পারে এখানে এমন । অথবা হতেও পারে হয় অনুমান । ভবিতব্য সোপান সে সর্ব্বত্র সমান ৷ নেপথ্যে । “এই দিকে এই দিকে প্রিয় সখি ! , রাজা । ( শ্রবণ করিয়া) আহে!! বৃক্ষবাটিকার দক্ষিণে বাক্যালাপ প্রায় শব্দ শুনিতেছি । ( পরিক্রম এবং অবলোকজ করিয়া) এই যে, তপস্বিকনারা স্ব স্ব প্রমাণানুৰূপ সেচনকলসদ্ধার ক্ষুদ্র ক্ষুদ্র বৃক্ষে জল প্রদান করিবার নিমিত্তে এই দিকেই আসিতেছেন, আছে ! ইহঁদের কি সুন্দর দর্শন।