পাতা:অভিজ্ঞান শকুন্তলা নাটক.djvu/৩৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অভিজ্ঞান শকুন্তলা নাটক। ११ নয়নে নয়নে যদি হয় সংঘটন। - অমনি রমণী বটে ফিরায় বদন ॥ কিন্তু অন্যদিকে নাহি চাহে বহুক্ষণ। । ভাবে বুঝে এই সব প্রণয় লক্ষণ ॥ নেপথ্যে । ( শব্দ হইল ) ভো ভো তপোবন সন্নিহিত তপস্বিগণ, প্রাণি সকলের রক্ষার্থ , তোমরা সঙ্গীভূত হও, মৃগয়া বিহারী রাজা দুষ্মন্ত নিকটবর্ত্তী । তুরগ খুরেতে হইয়া ক্ষত। পর্ব্বত রেণুকা উড়িয়া কত । পড়য়ে আসিয়া পবন ভরে । জলেতে আদ্র বলকলোপরে ॥ অরুণ বরণ পতঙ্গ চয় । যেমন বিটপে পতিত হয় । রাজা । ( স্বগত) আমার অন্বেষণকারিদিগকে ধিক, তাহারা তপোবন রোধ করিয়াছে ; ; আমার প্রত্যগমন করিতে হইল। পুনঃ নেপথ্যে। ভো ভো তপস্বিগণ ! এই হস্তী, বৃন্ধস্ত্রী ও কুমার কুলকে পর্যাকুল করিয়া অত্র উপস্থিত। প্রবল আঘাত করি, না পারি ভাঙ্গিতে করী, সেই তরুস্কন্ধোপরি, দন্ত লগ্ন করিছে । পাদণকৃষ্ট লতা ষত, জড়িয় বলয় মত, পাশ প্রায় অবিরত, পদ বেড়ি রহিছে।