পাতা:অভিজ্ঞান শকুন্তলা নাটক.djvu/৫০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অভিজ্ঞান শকুন্তলা নাটক । 8X তপস্বীরা তপস্যার, দেন বড় ভাগ তার, সেই ধন একান্ত অক্ষয় ॥ নেপথ্যে । ( এক শব্দ হইল ) “ আমাদিগের কন্ম সিদ্ধ হইয়াছে ,, । রাজা । আয়ে ! এ যে শান্তস্বর শুনিতে পাই, অতএব তপস্বীই হইবেন। দৌবারিক প্রবেশ করিল। দেবা। স্বামির জয় হউক২ । মহারাজ ! দুই জন ঋষি কুমার এই দ্বারদেশে উপস্থিত হইয়াছেন। রাজা । ( সাদরে ) অবিলম্বে র্তাহাদিগকে আনয়ন কর । দৌবা । যে আজ্ঞা মহারাজ । ( দেীবারিক প্রস্থান করিয়া ঋষিকুমারদ্বয় সহিত পুনঃপ্রবেশ করিয়৷ তাছাদের বলিল ) আসুনহ । ঋষিকু ( একজন রাজাকে অবলোকন করিয়া) অহে ! মহারাজার আকৃতি প্রভাবযুক্ত, আশঙ্কা করিয়াছিলাম অতি ভয়ানক হইবে কিন্তু তাহা না হইয়। তাহাকে অতি শান্তমূর্ত্তি দেখিতেছি, ইহা হইতেই পারে, কারণ ঋষি তুল্য রাজাতে অসম্ভাবনা কি ! সর্ব্ব ভোগ্য অগ্রিমেতে থাকিয়ে রাজন । অতি ষত্নে তাহ কিবা করেন রক্ষণ ॥ অতএব তাতে তার হতেছে নিশ্চয় । দিন দিন কিছু কিছু পুণ্যের সঞ্চয় ॥ \()