পাতা:অভিজ্ঞান শকুন্তলা নাটক.djvu/৫৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

• অভিজ্ঞান শকুন্তলা নাটক। হায়! নিরস্তবিম্ব তপস্বিগণ কর্তৃক আমি অনুজ্ঞাত হইয়াছি, ষে নিজ খিন্ন আত্মাকে বিনোদিত করিব, কিন্তু তাহ কোথায় ? প্রিয় দর্শন ব্যতিরেকে তাহার অন্য উপায় নাই । ( উৰ্দ্ধে অবলোকন করিয়া) বোধ করি শকুন্তলা মালিনী নদীর তীরবর্তী লতামণ্ডপে সখীদিগের সহিত এই আতপকাল অতিপাত করিতেছেন ; তবে সেই স্থানেই যাই, ( যাইতে যাইতে অবলোকন করিয়া ) এই ক্ষুদ্র ক্ষুদ্র পাদপরাজি মধ্য দিয়া শকুন্তলা এই মুহুর্ত্ত গমন করিয়াছেন, ইহা নিশ্চয় বোধ হইতেছে। কারণ যে সকল কুসুম চয়ন করিয়াছে। এখনো মলিন তারা নাহি হইয়াছে ॥ ছিন্ন করিয়াছে আর ষত কিসলয় । বহিছে তরল ক্ষীর সবে দৃষ্ট হয়। (বয়ু স্পর্শ করিয়া ) প্রকৃষ্টবায়ুহিল্লোলে এই বনেদেশ অতি সুভোগ হইয়াছে। - কমলবাসিত ভূমি হয়েছ পবন। মালিনীতরঙ্গকণ করিছ বহন ॥ অনঙ্গ আমলে মম তাপিত হৃদয় । আলিঙ্গন দেহ তুমি হইয়ে সদয়। (ৰিলোকন করিয়া ) কি হর্ষের বিষয়, বোধ হয় এই ৰেতস লতামগুপে শকুন্তলা থাকিবে। কারণ দ্বারের সম্মুখে পাণ্ডুবালুক উপরে। সুচারু চরণ চিহ্ন কিবা শোভা করে ।