পাতা:অভিজ্ঞান শকুন্তলা নাটক.djvu/৬২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অভিজ্ঞান শকুন্তলা नाप्लेक । @N3 অন। সখি শকুন্তলে! আমরা তোমার মনোগত বৃত্তান্ত জ্ঞাত নহি, কিন্তু ইতিহাস কথা প্রবন্ধে বিরহিদিগের যাদৃশী অবস্থা শুনিতে পাই, অনুভব হয়, তোমারও তাদৃশী অবস্থা হইয়াছে অতএব বল কি নিমিত্ত তোমার এই ক্লেশ, দেখ পীড়ার প্রকৃত কারণ না জানিলে প্রতীকার চেষ্টা হইতে পারে না। রাজা। অনস্থয়া আমার মনোগত তর্ক অবগত হই য়াছে। - শকু আমার ক্লেশ অত্যন্ত প্রবল, অতএব সহসা প্রকাশ করিতে পারিব না। প্রিয়। অনস্বয়া ভালই বলিতেছে ; কি নিমিত্ত তোমার আন্তরিক উপদ্রব গোপন কর, তুমি প্রতি দিন ক্লশ৷ হইতেছ, দেখ তোমার শরীরে আর কি আছে; কেবল অঙ্গের লাবণ্যময়ী ছায়া মাত্র অবশিষ্ট রহিয়াছে। রাজা । প্রিয়ম্বদা সত্য বলিয়াছে, কেননা মুখচন্দ্রিমায় দেখি গণ্ডদ্বয় ক্ষীণ। এ----- পীনোন্নত পয়োধর হয়েছে কঠিন। ... ? ক্ষণ কটি ক্ষীণ বাহু পাণ্ডুর বরণ।" श्लक् क्रौ१ श्रृङ्गारा उलू श्ङ्गर्भन ॥ ९, ं । যেমন মাধবীলতা গ্রীষ্ম সমীরণে । oso রসহীন হইলেও প্রমোদে নয়নে। * : শকু। ( দীর্ঘ নিশ্বাস পরিত্যাগ করিয়া) সখি, তবে বলি! তোমাদের না বলিলে অন্য আর কাহাকে বলিব,