পাতা:অভিজ্ঞান শকুন্তলা নাটক.djvu/৬৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অভিজ্ঞান শকুন্তলা নাটক । (t:్స ( শকুন্তলা কিঞ্চিৎ অবসর হইলেন।) রাজা । ( উপবেশন করিয়া ) তোমাদিগের সর্থীর অস্থ স্থত কি কিছু উপসম হয় নাই ? প্রিয়। ( ঈষৎ হান্ত করিয়া ) ঔষধি লব্ধ হইল,এখনি উপ সম হইবে। , , ( শকুন্তলা শুনিয়া লজ্জিত হইলেন । ) প্রিয়। মহাভাগ! তোমাদের পরস্পরের অনুরাগ প্রত্যক্ষ করিয়াছি,তথাপি সর্থীস্নেহ আমাকে পুনরুক্তিবাদিনী করিতেছে । রাজা । ভদে ! যাহা বক্তব্য তাহা গোপন করিও না, গোপন করিলে অনুতাপ জন্মে। প্রিয়। মহাশয় ! তবে শ্রবণ করুন । রাজা। বল, শ্রবণ করিতেছি । প্রিয়। রাজা আজমৰাসি লোকদিগের সন্তাপ হরণ করি বেন, এই রাজধর্ম্ম । রাজা । স্পষ্ট করিয়া কহ । প্রিয়। আমাদিগের প্রিয় সখী আপনাকে উদ্দেশ করাতে ভগবান মন্মথ দ্বারা অবস্থান্তর প্রাপ্ত হইয়াছেন, সম্প্রতি অনুগ্রহ পূর্ব্বক তাহার জীবন দান করুন। রাজা । ভদ্রে । পরস্পরের প্রণয় কথায় আমাকে সর্ব্ব প্রকারে অনুগৃহীত করিলে। . . . শকু (প্রিয়ম্বদার প্রতি দৃষ্টিপাত করিয়া) সখি ! অন্তঃপুর বিরহোৎকণ্ঠিত রাজাকে উপরোধ করিবার কি প্রয়োজন ? -