পাতা:অভিজ্ঞান শকুন্তলা নাটক.djvu/৭৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অভিজ্ঞান শকুন্তলা নাটক। $Ꮾ: শিরীষ বৃস্তের প্রায়, দেখি এই প্রমদায়, অতিশয় কঠিন হৃদয় । শকু আছে ! একথা শুনিয়া আমি গমন করিতে সমর্থ হইতেছি না। রাজা । সম্প্রতি এই প্রিয়াশুন্য লতামগুপে থাকিয়৷ কি করিব। (সম্মুখে এক মৃণালবলয় অবলোকন করিয়া) আমার গমনে ব্যাঘাত হইল। . উশীর বাসিত এই মৃণাল বলয় । পড়িয়া রহিছে, ইহা প্রিয়ার নিশ্চয় । হল হৃদি বন্ধনের রজ্জর সমান। এখন কেমনে আমি করিব প্রয়ান । à (অতি আদর পূর্বক তাহা তুলিয়া লইলেন । ) শকু। (আপন হস্ত বিলোকন করিয়া) অহে ! ক্ষীণত প্রযুক্ত শিথিল হইয়া মৃণালবলয় পড়িয়া গিয়াছে, আমি ইহা জানিতেও পারি নাই । রাজা । ( মৃণালবলয় বক্ষস্থলে রাখিয়া ) অহে ! তব অভরণ, দেখ অচেতন, ছাড়িয়ে তোমার কর । এই দুঃখিজনে, আশ্বাস প্রদানে, সচেষ্টিত নিরস্তর ॥ তুমি সচেতন, না কর তেমন, দেখ একি অবিচার । >