পাতা:অভিজ্ঞান শকুন্তলা নাটক.djvu/৮২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অভিজ্ঞান শকুন্তলা নাটক । १७ তীর্থযাত্রা হইতে প্রতি নিবৃত্ত হইলে, এই বৃত্তান্ত শ্রবণ করিয়া না জানি কি প্রতিপন্ন করেন । - অন। আমার মতে পিতার অভিমত হইবে, তাহার সন্দেহ কি ? প্রিয় । কি প্রকারে জানিলে । অন। গুণবান পাত্রে কন্যা সম্প্রদান করিবেন ইহাই প্রথম সংকল্প, দৈব যদি তাহাই সম্পন্ন করিয়াছেন, তবে কেন না তিনি বিনা আয়াসে কৃতার্থ হইবেন । প্রিয়। ইহাই বটে । (পুষ্পভাজন অবলোকন করিয়া ) সখি! বলি কর্ম্মোপযুক্ত যথেষ্ট কুসুম চয়ন করিয়াছি। অন৷ প্রিয়সখী শকুন্তলার সৌভাগ্যদেবতা অচ্চনা করিতে হই বেক, অতএব আরও কিছু কুহুম চয়ন করা যাউক । প্রিয়। ই যুক্ত বটে। (উভয়ে তাহাই করিতে লাগিলেন। ) নেপথ্যে । “ এই আমি । ,, অন । ( কর্ণদিয়া ) সখি ! কে যেন অতিথির ন্যায় নিবেদন করিতেছেন । প্রিয়। শকুন্তলাতো উটজের সন্নিকটে আছে অন । হা আছে বটে, কিন্তু অদ্য সে বাহ্যজ্ঞানশূন্য প্রায় হইয়াছে; অতএব এতাবৎ কুমুমই ভাল, আর অধিক প্রয়োজন নাই । (এই বলিয়া প্রস্থান করিলেন। ) পুনঃ নেপথ্যে। “আঃ আমি অতিথি, আমাকে অবজ্ঞা করিতেছ । ,, )6