পাতা:অভিজ্ঞান শকুন্তলা নাটক.djvu/৮৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

영8 অভিজ্ঞান শকুন্তলা নাটক। “ সন্নিধানে উপস্থিত আমি তপোধন। অবজ্ঞা আমারে তুমি করিলে যেমন ॥ ভাবিতেছ ষারে এত হয়ে একমন। পরিচয় দিলেও না চিনিবে সেজন ॥ যেৰূপ প্রমত্ত জনে পূর্ব্বকৃত ক্রিয়া । স্মরণ নাহয় তার দিলে বুঝাইয়া । , প্রিয় । ( শ্রবণ করিয়া ) হা ধিক ! হা দৈব ! সর্ব্বনাশ ঘটিল ; শূন্যহৃদয়া প্রিয়সখী শকুন্তলা কোন পূজনীয় ব্যক্তি নিকটে অপরাধিনী হইল । অন । ( সম্মুখে অবলোকন করিয়া ) সখি ! সামান্য ব্যক্তি নন, ইনি মহর্ষি দুর্ব্বাস, র্যাহার ক্রোধ অতি সুলভ ; ঐ দেখ, ক্রোধাভরে সত্বরে প্রত্যাগমন করিতেছেন । - প্রিয় ! অগ্নি ব্যতীত অন্য আর কে দগ্ধ করিতে পারে, যাও শীঘ্র ঐ ঋষির পাদপদ্মে অবনত হইয় তাহাকে প্রতিনিবৃত্ত কর, আমি ইত্যবসরে অর্ঘ্যোদক আহরণ করিয়া রাখি । অন । ভাল । ( ইহা কহিয়া নিষ্কান্ত হইলেন। ) প্রিয়। ( অতি বেগে দুই চারি পদ গমন করিলেই পদস্বলন হইল। ) আহে । দ্রুত গমনে পদস্খলন প্রযুক্ত আমার হস্তাগ্র হইতে পুষ্পভাজন পতিত হইল। (পুষ্প সকল উত্তোলন করিতে লাগিলেন। )