পাতা:অভিজ্ঞান শকুন্তলা নাটক.djvu/৯৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

br8 অভিজ্ঞান শকুন্তল৷ নাটক । আমি ঋষিবর, আমার অন্তর, দগ্ধ হয় শোকানলে । না জানি কেমন, হয় গৃহি জন, কন্যার বিচ্ছেদ হলে ৷ ( ইহা কহিয়া পরিক্রম করিতে লাগিলেন । ) সখীদ্বয়। ওলো শকুন্তলে ! তুমি ভূষণমণ্ডিত হইয়াছ, এখন এই ক্ষেীমযুগল পরিধান কর। (শকুন্তল উঠিয়া পরিধান করিলেন।) গোত। যাছ । ঐ দেখ পিতা আনন্দবাষ্পপূর্ণ চক্ষু হইয়া তোমাকে আলিঙ্গন করিতে আসিতেছেন, তুমি তা হাকে প্রণাম কর। Ψή শকু ( সলজ হইয়া) তাত ! আপনাকে প্রণাম করি। কণু । বৎসে ! তোমারে তোমার স্বামী করুন সম্মান । শর্ম্মিষ্ঠারে তোষে যথা যযাতি ধীমান ॥ পুরুরাজ তুল্য বহু গুণেতে মণ্ডিত। চক্রবর্তী পুত্র লাভ করিবে নিশ্চিত । . গোত। ভগবন । ইহা শকুন্তলার বর হইল, কেবল আশী বৰ্বাদ মাত্র নয় । কণু বৎসে । এই সদ্য-হুত অগ্নিকে প্রদক্ষিণ কর। ( সকলে প্রদক্ষিণ করিতে লাগিলেন । ) বৎসে ! v.