পাতা:অভিজ্ঞান শকুন্তলা নাটক.djvu/৯৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

brw() "নেপথ্যে । অভিজ্ঞান শকুন্তলা নাটক । তোমরা যখন, করিতে অৰ্পণ, কুসুম কলিকা ভার। অtহলাদে যাহার, সুখ পারাবার, উথলিত অনিবার ॥ সেই শকুন্তলা, ঋষিকুলবালা, পতির ভবনে ষায় । বিদায় করহ তায় ॥ যেই পথ ধরি, যাইবে সুন্দরী, সেই পথে মাজে মাজে । দেখিবেন সুবিরাজে ॥ রবির কিরণ, করিবে বারণ, ছায়াযুত তরুগণ । পথ ধূলি যত, পদ্মরেণু মত, হইবেক অনুক্ষণ । অনুকূল বায়, হইবে তথায়, মৃদু মন্দ্রে আগুয়ান । এৰূপ প্রকার, কুশলি তাহার, হইবেক পথ স্থান ॥ ( সকলে বিস্ময়াপন্ন হইয়। শ্রবণ করিতে লাগিলেন । ) শাঙ্গ । ( কোকিলের শব্দ সুচনা করিয়া ) ভগবন !