পাতা:অভিজ্ঞান শকুন্তলা নাটক.djvu/৯৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অভিজ্ঞান শকন্তলা নাটক। boፃ বাসহেতু এক বনে, বন্ধসম বৃক্ষগণে, কোকিলের প্রতিভাষে অনুমতি দিতেছে। “ শীঘ্র করি ওগো সতি, পতিগৃহে কর গতি, , এইৰূপ অনুভব মম হৃদে হতেছে। গোত । যাদু ! জ্ঞাতিস্নেহবশতঃ বনদেবতারাও অনুজ্ঞা করিতেছেন, অতএব, র্তাহাদিগকে প্রণাম কর । শকু (প্রণাম করিয়া জনান্তিক পূর্ব্বক) ওলো প্রিয়ম্বদে । আমি আর্য্যপুত্রদর্শনোৎসুক হইয়াছি বটে, কিন্তু এই আশ্রম পরিত্যাগ করিতে অতিশয় দুঃখিত হইতেছি, আমার চরণদ্বয় অগ্রসর হইতেছে না। প্রিয়। কেবল তুমিই যে তপোবনবিরহে কাতরা এমত নহে, তোমার বিচ্ছেদে এই তপোবনের অবস্থা অবলোকন কর । কবলিত কুশ যত, উগোর কারছে কত, দেখ দেখ যত মৃগ দল। নৃত্য ত্যজে শিখিদলে, শুষ্কপত্র পাতচ্ছলে, ত্যজে দেহ বিটপি সকল । শকু ( স্মরণ করিয়া) তাত । ভগিনী মাধবীলতাকে আলিঙ্গন করি। ক। ইহার প্রতি তোমার যে সোদর্য্যস্নেহ আছে তাহ আমি জানি, সে এই তোমার দক্ষিণ পাশ্বে রহিয়াছে, দেখ !