পাতা:অভিজ্ঞান শকুন্তলা নাটক.djvu/৯৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৯• • অভিজ্ঞান শকুন্তলা নাটক। শিষ্য। ভগবন্‌ ! শ্রবণ করিয়াছি, আত্মীয় ব্যক্তির জল সমীপ পর্যন্ত অনুগমন করবেন, অতএব এই সরসী তীর, এইস্থান হইতে আপনি আমাদিগকে কর্ত্তব্য আদেশ করিয়া প্রত্যাগমন করুন | কণু। তবে আইস, এই ক্ষীরবৃক্ষচ্ছায়াকে আশ্রয় করিয়া কিঞ্চিৎ অবস্থিতি করি। (সকলে স্তাহাই করিলেন । ) কণু। (আত্মগত) আমি সেই ছয়স্তকে আর কি যুক্ত অণদেশ করিয়া দিব । অন। সখি ! এ আশ্রমে এমন কেহই নাই যে তোমার বিরহে পরিতাপিত নহে। দেখ । তোমা হেরি চক্রবাক, নাহি সরে তার বাক, মুখে হতে মৃণাল পড়িছে নিরস্তর। দেখ থাকি পদ্ম বনে, ডাকিছে জায়া সঘনে, তবু রহে অন্য মনে না দেয় উত্তর। ক। বৎস শাঙ্গরব ভূমি রাজার সমীপে শকুন্তলাকে উপস্থিত করিয়া কহিবে। শাঙ্গ। আজ্ঞা করুন । কণু। “ কন্যার যেমন প্রীতি আছে তব প্রতি। সেই ৰূপ স্নেহ এরে করিবে ভূপতি ॥ তদন্তরে ভাগ্যের অধীন হয় যত । জনক জননী আশা নাহি করে তত । ,, শিষ্য। আমরা এই সন্দ্রেশ গ্রহণ করিলাম ।