পাতা:অভিমানিনী.djvu/১৬৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

একাদশ পরিচ্ছেদ . ›ኅዓ S DBD BDDBDB DDBDDS S DBDD0 SSS BDDBDt DDuD S DBSLEDB SS BBDDS ব্লাহ্ম ৷ তোমার স্ত্রার জাত গিয়েছে। এরকম অবস্থায় তুমি তাকে গ্রহণ করবে কি ? লো। নিশ্চয়ই। না জেনে খেলে দোষ হয় না । যদিই কিছু ঠায়ে থাকে, একটা প্রায়শ্চিত্ত করিয়ে নেব । BDDSS BDS DB DBBDS BB BD SS S DDDDS DBSKDB এতদিন নিজের মেয়ের মত পালন করেছি। সে লেখাপড়া শিগেছে, চিরদিন সুখে স্বচ্ছন্দে থেকে এসেছে। এখন সে গিয়ে কি তোমার বাড়ীতে থাকতে পারবে ? লো । থাকৃতে তাকে হবেই। আপনি বড়লোক, যদি কোন গরীবের ঘরে মেয়ের বিয়ে দেন, তাহ’লে কি মেয়ের কষ্ট হ’বে ব’লে মেয়েকে স্বামীর ঘর করতে দেবেন না । রু । আমি সে কথা বলছি না । আমি বলছি-এখন তোমার স্ব: আমার বাড়ীতেই থাক। তোমাৱ যদি টাকার অভাব থাকে, আমি তোমাকে টাকা দিচ্ছি। তুমি যে কাজ কচ্ছ তা ছেড়ে দিয়ে অন্য কোন একটা কাজ ক’র । তার যোগাড় ও আমি ক’রে দোব । তারপর একটা ভাল বাড়ীটাড়ী ক’রে তোমার পরিবারকে নিয়ে যে ও । লোকটি কিছুক্ষণ চুপ করিয়া রহিল। কি যেন ভাবিতে লাগিল । তাহার পর বলিল “আঞ্জে, আমি গরীব বটে, কিন্তু আমারও একটা ধর্ম্ম BBDD SS TBBD D DBB BDDB D DBEDBD DBDD BBYK DgS দাওয়াও করেছে। কিন্তু এখন জেনে শুনে আমি আমার স্ত্রীকে আর আপুনার বাড়ী থাকতে দিতে পারি না। আর 'চাকরীর কথা বা বলছেন—সেটা আপনার অনুগ্রহ-কিন্তু আমি যে চাকরী করি, তাতেই আমাদের দুজনের খাওয়া পরা চলে যাবে। আপনার