পাতা:অভিমানিনী.djvu/২০০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দ্বিতীয় পরিচ্ছেদ SIS আমার হিসাবের খাতাখানা ফেলে এসেছি। তাতে আমার नाम, ठिकाना S EE D S SzB BDB BDB DSBD S EKBS DgBDYLK Du utD DB পড়েছে, এতক্ষণে হয়ত পুলিশের লোক মুদীর দোকানে খোজ করে খাতাখানা পেয়েছে-আমায় ধর্ব্বতে, আসছে। বাড়ীতে ফিরুব না। অন্য কোথাও যাবু তাই ভাব দ্রুত লাগলুম। মুদি ধরা পড়ি, গঙ্গাধর বাবু যদি নিজেকে বাঁচাতে আমাকেই চাের বলে ধরিয়ে দেন-গু-কত আর বলৰ-আগুনের শিখার মত এই সব চিন্তা মাথার ভেতর দপদপ করে জ্বলছিল। আমি একেবারে গঙ্গাধর বাবুর বাড়ীতে গেলুম। তখনও তিনি আসেন নি। আমি আহার নিদ্রাত্যাগ করে তার বাড়ীতে বসে বুইলুম। সেই দিনই তিনি সপরিবারে এলেন। বৈঠকখানায়- দরজা বন্ধ ক’রে আমার সামনে পুটুলিটা খুললেন। তাতে একতাড়া নোট ও অনেক গহনা ছিল। আমায় দেখিয়ে বললেন ‘নীলমাধব, আজ যাও। তোমার উচিত ভাগ আমি দোব।” তখন আমি চমকে উঠলুম। বললুম না, না। আমার কিছু চাই নি। আপনার কথাতে আমি এনেছি, আপনিই নিন।” গঙ্গাধর বাৰু কান্সলেন। বললেন “আচ্ছা! DEDSLDLLB BGuLSYDKK DEL S BED DBDBDBDBD SDBDDB DBB S আমি চলে এলুম। সেই থেকে-উ-কি বলব তোমায়-আমার সুখ শান্তি সব চলে গেল। পরিবারকে একথা বলতে পারি নি-পাছে সে আমায় ঘূণা করে। দিনের পর দিন কেটে গেল। যাতনা যেন একটু कन्न। কিন্তু যেদিন শুল্লুম, তোমার বোনের গহনা চুরি করে এনেছিলুম, তার জন্যে তোমাদের সঙ্গে তার শ্বশুর সব সম্পর্ক ত্যাগ করেছে; যখন বুঝলুম গঙ্গাধর বাবু তোমায় * যে আশ্রয় দিয়েছে সে লোকদেখান, চাকরিবােকরও তোমার চেয়ে স্বচ্ছন্দে আছে, তখন আবার মনে আগুন জলে উঠল। তারপর তোমার হাসপাতালে বাল-উমা