পাতা:অভিমানিনী.djvu/২০২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দ্বিতীয় পরিচ্ছেদ র। আপনি যদি কিছু করে থাকেন, তার যথেষ্ট প্রায়শ্চিত্ত করেছেন। তবে আজ থাক। আমি কাজে যোগ দিই। তারপর যা” हम qका कश्य। নীলমাধব ক্ষিপ্তপ্রায় হইয়া উঠিল “তুমি ট্রামের কণ্ডাক্টার হবে ? তা আমি সহ্য করতে পারব না। প্রতিদিন প্রতিক্ষণ আমার মন বলবে আমার পাপে আজ তুমি শাস্তি পাচ্ছি ; মালতী শাস্তি পাচ্ছে। আমার কথা যদি না শোন, আমায় যদি প্রায়শ্চিত্ত করতে না দাও, তাহলে আমি মরুব। আমি ব্রাহ্মণ, পৈতে ছুয়ে বলছি, আমি গলায় দড়ি দোব। তুমি কোথাও যেতে পাবে না। আমি যতদিন পারি, মোট বয়ে পারি, যেমন করে পারি, নিজে না খেয়ে তোমাদের খাওয়াব , আমি ম’লে তেঁওয়েরা যেখানে খুন্সী ষেও, যা ইচ্ছে ক’রে । আমি ব্রাহ্মণ, তোমায় জোড় হাত কচ্ছি । বল আমার কথা রাখবে, নইলে আমি মাথা খুঁড়ে মরব।” রঘুনাথের অন্তর গলিয়া গেল। বলিল “আপনি নিশ্চিন্ত হ’ন। আপনি না বললে আমি কোথাও যাব না। আল্প ও কাজও ছেড়ে DD SDD BDB DBDDD DBBB S BBSS S BBDBDS gi BD অবস্থায় আমি ব’সে ব’সে খেতে পারব না।”