পাতা:অভিমানিনী.djvu/২১৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

নষষ্ঠ পৱিচ্ছেদ “প্রায়ঃ সরলচিত্তানাং জায়ুতে বিপদাগ্নমঃ । ঋজুর্যাতি যথা ছেদাং ন বক্রঃ পাদপস্তথা ৷” যশস্তিলকম। দিল্লীর একটা হোটেলে গোবিন্দ, নীরেন্দ্র ও শ্যামচাঁদ বসিয়া পরামর্শ করিতেছিল। শুষ্ঠামচাদ দিল্লীতে , পলাইয়া আসিয়ছিল । তাহার পরামর্শে গোবিন্দ ও নীরেন্দ্র ও আসিয়া জুটিয়াছিল। তিনজনে স্থির করিয়াছিল, এইখানে বসিয়াই মেকি টাকার ব্ল্যবসা চালাইবে । গোবিন্দ বলিল-“বাবু একটা মস্ত সুবিধা হয়েছে। শচীন বাবুকে আজ এখানে দেখতে পেলুম। তিনি এখানে একুটা মস্ত ফারমেব ম্যানেজার। হাজার হাজার টাকা রোজ ऊँ द्र झांड tि caन्gलन् DD SiBBDBD DDD S BBB DDB DDB BD BDBD SS g BDB কথা না ভেঙ্গে টাকা দিয়ে তার কাছ থেকে নোট আনালেই হবে।” নীরেন্দ্র। আমি কি ব’লে নোট চাইৰ ? গোবিন্দ। একটা ফন্দি করতে হবে। বলবেন “আমি কনট্রাক্টের কাজ করতে এখানে এসেছি। নগদ টাকা বেশী পাচ্ছি। নােট না ફ’ને কলকেতায় পাঠাবার সুবিধা হচ্ছে না। |” ”তাহ’লে নিশ্চয়ই শচীন বাবু তার ব্যবস্থা ক’রে দেবেন। 窥 “আচ্ছ। আমি আজই তার সঙ্গে দেখা করব। ख्याशिक व न्1 ...বাসায় দেখা করব ?” 3