পাতা:অভিমানিনী.djvu/২২০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ষষ্ঠ পরিচ্ছেদ, RS S শচীন্দ্রের মুখ অন্ধকার হইয়া গেল। বলিল-“তোমার মাসীর কোন খবর জান কি ?” নী। না। তার কোন খবর তা আমরা পাই নি। 'আপনিও কি কোন খবর জানেন না ? শচীন্দ্র মাথু নাড়িয়া জানাইল “না।” । DDDiDiB BBDD DBB BDDDDD SS SBBB DBDBK BDBS BB DukY নিজের কথাটা বলিয়া ফেলিল। শচীন্দ্র সহজভাবে বলিল “তার আর কি? যত টাকার নোট দরকার হয়, নিও।” ” শচীন্দ্র মুখ হাত ধুইতে উঠিয়া গেল। নীরেন্দ্র উঠিয়া বাড়ীটির চারিদিক দেখিতে লাগিল। অন্ধকারময় একটি গলির মধ্যে বাড়ীখানি । বাড়ীতে ঢুকিতে হইলে রাস্তার দুই পাশের খোলা নর্দামার দুর্গন্ধে অনেকখানি পথ নাক টিপিয়া আসিতে হয়। নীচের তলায় মালের গুদাম । উপরে তিনখানি ঘর ও একটু খোলা ছাদ। উপরে উঠতে হইলে রসি ধরিয়া খাড়া সিড়ি বাহিয়া অতি সাবধানে উঠিকে হয়। উপরে একখান বসিবার ঘর । একটা কেরাসিন কাঠের টেবিল ও দুখান চেয়ার তাহার ভিতর পড়িয়া আছে। দেওয়ালের গায়ে একটা আলমারী { সেটা বই ও কাগজে ভর্ত্তি । তাহার মধ্যে একটা ষ্টেভ, একটা চায়ের টিন ও পেয়ালা চামচ ও আছে। টেবিলের উপরও একরাশ বই ও रुश्च । একটা ভাঙ্গা দোয়াত ও একটা কলম টেবিলের উপর একখানা ব্লটিংয়ের পাশে পড়িয়া আছে। নীরেন্দ্র শচীন্দ্রের শয়নকক্ষে প্রবেশ করিল। কক্ষটির একদিকে একখানা নেয়ারের খাটয়া। তার উপর একটা তোষক। তাঁর উপর একখানা চাদর পাতা । * মাথার একটা বালিশ এক দিকে পড়িয়া