পাতা:অভিমানিনী.djvu/২৪০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

নবম পরিচ্ছেদ ROර් নই। ছলনা কঁ’রে মৃত্যুশয্যায় তোমায় ভোলাতে পাৱব। না। ভগবান সাক্ষী, আমি বুকে হাত দিয়ে বলছি আমার জীবনের যা সুখ-আশা, সব তোমার সঙ্গে । তুমি যদি আমার তাঁও, তাহ’লেই আমি সুখী হ’ব । BB BBD g DDBBD DS DuYDiB BDDBBS BB DBDDDtSDuSEES এখন আর বাধা কিসের ? তোমার বিবাহ-কাহিনী মিথ্যা-গদাধর মরেছে। তুমি কেন আমায় সুখী করবে না ? নী। আপনি আমায় বিবাহ করবেন ? লোকে ধখন বলবে আপনার স্ত্রী আর একজনের স্ত্রীস্বরূপ তার গৃহে কাল কাটিয়েছে, তখন আপনি কি উত্তর দিবেন ? 舜 সী। আমি সব জানি নীহার। দেহে ও মনে তুমি সম্পূর্ণ শুদ্ধ। তোমার অঙ্গ স্পৰ্শমাত্র করতে চাইতেই তুমি গদাধরকে বাধা দিয়েছিলে । লোকে যা বলে বলুক। আমি লোকেরু কথা দানি না। বল, বল নীহার --তুমি আমায় বিবাহ করবে ? নীহার মৃদুস্বরে বলিল “এখন আর সমূয় কই ? আমার ত যাবার আর দেৱী নেই?” • নী। তা হ’লে তুমি রাজী ? বলি-বাল-এই কথাটি শোনবার জন্য আমি এখনও আশা রেখেছি। বল তুমি আমার । নীহারের গণ্ড রক্তিমাভ হইয়া উঠিল। বলিল-“যদি বাঁচতে পারতুম তা হ'লে--” সী। চুপ করলে কেন ? বলি-তাহলে তুমি আমার হ’তে ? নীহার মৃদুস্বরে বলিল “যদি আমায় গ্রহণ করতেন।” , সীতাপতি সাগ্রহে নীহারের করাধারণ করিল। বলিল “নীহার!” নীহার চক্ষু নিমীলন করিল। 鼎 তবে এস দেবতা-মন্দাকিনীর শীকরসিক্ত নন্দনবনজাত পারিজাতের