পাতা:অভিমানিনী.djvu/৩৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চতদুখ পৱিচ্ছেদ । “কিন্তু হেন মিয়ামাণ, সদা সংস্কুচিত প্রাণ রমণী, পুরুষগণে কে করে যতন ?” হেমাচল । বাবুদের বাড়ীর খিড়কীর ঘাটে তখন পাড়ার দুইজন প্রতিবাসিনী স্নান করিতে আসিয়া চুপি চুপি কথা কহিতেছিল। একজনের নাম বামার মা । বয়স প্রায় পঞ্চাশ বৎসর। ইনি বসু পরিবারের সহিত ঘনিষ্ঠভাবে মেলা-মেশা করিতেন ও আপদে বিপদে বুক দিয়া পড়িয়া সাহায্য করিতেন । বসু মহাশয়ের পীড়া বৃদ্ধি হওয়ার দিন হইতে ইনি আঙ্গার নিদ্রা ত্যাগ করিয়া সেবা ‘৬ পথ্যের ব্যবস্থা করিয়া দিয়াছিলেন । অপর রমণী তারই প্রায় সমবয়স্ক ! তঁহাকে সকলে বামুন ঠাকুরুণ বলিয়া ডাকিত ! বামার মা চুপি চুপি বলিতেছিল, “বুঝলে ধামুন ঠাকুরুণ! বুড়ে। DLD0 BDD DBBD BED D S S S BBB BDBD BDB DDD BD SBBD গেল, আমি ঐ বারান্দার পাশটায় পড়েছিলুম। সমস্ত দিনের খাটুনি, তার পর এই শোকতাপ। মনে করুলুম রাত্তিরে আর কোথায় যাব ? এইখানেই পড়ে থাকি, একটু ও দ্রার মতন এসেছে। খানিক পরে দুলে দুলে ঘুমিয়ে পড়েছি। হঠাৎ একটা যেন কঁ্যাচ করে শব্দ চণ।। আমার ঘুম ভেঙ্গে গেল। ‘ভয়েতে আমার গা কঁাটা দিয়ে উঠল।