পাতা:অভিমানিনী.djvu/৫৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

so অভিমানিনী হইয়া গিয়াছিল। যদিও এই তাহার তরুণ বয়স, তবু তাহার। আর আশার মোহন স্বপন দেখা ঠাইত না। বরণ যতই ভবিষ্যৎ ভাবিত, ততই তাহ’র নিঃসহায় নিরূপায় অবস্থা স্পষ্টরূপে মনোমধ্যে জাগিয়া উঠিত। সর্ব্বদাই তাহার কাণে কাণে কে যেন বলিত, “উপায় নাই ।” * ' yBBDBDB BDBDBD DBDDBDB BDBDSDDDBDBD D DBDBB BBDDBDB অবস্থা বুঝিলেন। তঁহার গল্পিত আন্তঃকরণ করুণায় দ্রবীভূত হইয়া গেল। বলিলেন, “তুই থাক এখানে । তোর কোন ও কষ্ট হবে না ।” রঘুনাথ ভাবিল, এতদিনে বুঝি ভগবান একটা আশ্রয় निश्ि দিলেন।