পাতা:অভিমানিনী.djvu/৬৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অষ্টম পরিচ্ছেদ । “কো নাম পাকাভিমুখস্য জন্তোদ্বারাণিদৈবস্য পিন্ধাতুমীষ্টে ?” উত্তররামচরিতম ! সেবারে ইংরাজীবর্ষের প্রথমদিনে গড়ের মাঠে পারে, দেখিবার জন্য বহুলোেক সমবেত হইয়াছিল । সহরবাসী কে ৩ ব! রাত্রি চারিটা কেহবা পাঁচটার সময় উঠিয়া স্থাটিয়া ময়দানে আসিয়া দাড়াইয়াছিল। হিন্দু, মুসলমান, শিখ, জৈন, বাঙ্গালী, উড়িয়া, মাড়োয়ারি, নেপালী,- কত রকম ধর্ম্মাবলম্বী, কত রকম জাতি ঠাসাঠাসি গাদা ‘দি করিয়া DD uBBDBB DuDBBuDSS DBBYBBtDD DuuDuuDS S gD SJDuuBuuDS সকলের চেষ্টা সম্মুখে দাড়াইবে । DBBBBB DBuDBuBD0D DDDD BDDB BDtDBSS SDDDDBBD TmSTDB BDBDBD থিয়েটার দেখিতে, জিনিষপত্র খরিদ করিতে, কেহ বা বাপুয়ানি করিতে সহরে আসিয়া জুটিয়াছিল। দোকানদারগণ এই সুযোগেও অনেক রঙ্গচঙ্গে খেলো-জিনিষ বহুমূল্যে বিক্রয় করিয়া দু’পয়ন্স’ রোজগার করিতেছিল । হাত ও গলায় রঙ্গিন ছিট বাকিটা সাল ! লংকথা--- এরূপ জামা, সৌখিন গিলটিীর চশমা, চকচকে সূতার মে' ফ্র', জাপানী রুমাল অসংখ্য বিক্রয় হইতেছিল। এই অল্প কয়েকদিন কলিকাতার আবহাওয়ায় থাকিয়া মফঃস্বলবাসিগণ নূতন ফাসন অনুক - করিবার