পাতা:অভিমানিনী.djvu/৭৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

নবম পরিচ্ছেদ 蕊 ܠܗܶ পড়িতে পড়িতে র্তাহার মুখ পাণ্ডবর্ণ হইয়া গেল। বলিলেন “বিচার হয়ে গেছে। কাকে উকীল দিয়েছিলেন ?” 穆 গঙ্গা । আমি উকীল দেব ? শোন গোবিন্দ, কথাটা একবার ! গোবিন্দ । নীলমাধব বাবু বলেন কি ? বাবু এই সব ফৌজদারীর হ্যাঙ্গামে জড়াবেন! যেমন রঘুনাথকে করেছেন তেমনি উমানাথকেও করেছেন। ওদের সঙ্গে সব সম্বন্ধই ঘুচিয়ে দিয়েছেন। নীল । রঘুনাথ কি এখানে নাই ? আমি তা জানি সে এখানেই আছে । গোবিন্দ । রাধে বলা ! ও সব ঝঞ্ঝাট এখানে নেই । সে সেইদিনই যে হাসপাতালে গিয়েছিল, সেইখানেই আছে। এতদিনে आप्छ रुि cाप्छ् उांशे शl ८श्रु ख्रिॉन ? নীলমাধব একটু উত্তেজিত স্বরে গঙ্গাধর বাবুর দিকে চাহিয়া বলিলেন, “আন্দ্রে, তাই নাকি ?” १क्राक्षद्र बादू उाभाक छेनिहङ छेमिहउ दलिहगन,-“ऊाहे बङ्गे कि ।” নীল । আপনি এদের সঙ্গে এ রকম ব্যবহার করলেন ? এসে বাবুকে চোখ রাঙ্গাচ্ছ ? তুমি নিজের চরকায় তেল দাওগে ፃIS ! নীলমাধব গোবিন্দের কথায় ক্রক্ষেপ না করিয়া গঙ্গাধরের দিকে চাহিয়া বলিলেন, “আমার একটা মিনতি, আপনার কাছে হাতযোড় কচ্ছি। এদের দেখবার আর কেউ নেই। আপনি এদের রক্ষা করুন। এখনও আপিল করা যেতে পারে। আমি উকীল যতীন বাবুকে ডেকে দিইগে, আর হুকুম দিলেই রঘুনাথকে গাড়ী করে এখানে আনি ।”