পাতা:আইন ১৮২৮.djvu/১০০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দেওয়ানী মোকদমায় রীতি শুধরণ। ২ আইন। ত্তি না হয় অর্থব যে পর্যন্ত ১৭৯১ সালের ৫ আইনের ৬ ধারায় এৰণ ১৮০৩ সালের ৪ আইনের ১২ ধারার ১ প্রকরণানুসারে মালজামিন লওয়া মা যায় সেগয্যন্ত কালেকটরসাহেবের দ্বারা সে ভূমি ক্রোক করিতে পারেন। কিন্তু অন্যপ্রকায় হইলে *$ई আইনঅনুসারে যে ক্রোক করা যায় তাহ বিশেষ হেতুষ্যতিরেকে আদালতের _রোয়দাদে লেখা যাইবে না ও আসাম কিম্বা তাহার গোমান্তাপ্রভৃতি সে ভূমির দ থল অথবা কর্তৃত্বরহিত হইবে না কিয় যে কর্ম্ম করিলে ক্রোকের তাৎপয্যের ব্যা ঘাত না হয় সে কর্ম্ম করিতেও নিষেধ নাই । ৩ প্র ৷ মোকদমার নিম্পত্তি হইলে আদালতের সাহেবের ভূম্যাদি বস্তু সন্ন ত্তির বিষয়েতে ডিজীঅনুসারে যেমত হুকুম দেওয়া উচিত বোধ করেন সেমত হুকুম দিলেন । যদি ডিক্রী ফরিয়াদীর পক্ষে হয় তবে সরকারী মালগুজারীর বাকী টাকা বিন সে ভূম্যাদি বস্তুতে আসামীর যে স্বত্বাধিকার আছে তাহা ডিক্রী জারী হওনের কারণ লওয়া যাইবে অর্থৰ যদি সে মোকদম ডিসমিস হয় তবে ক্রোককরণে আসা মীর যে খরচ ও ক্ষতি হইয়া থাকে তাহ আদালতের খরচার অংশ বোধ করিয়া আসামীকে ফরিয়াদী দিবে | ৬ থা৷ উপরে লিখিত প্রকরণানুসারে কোন বস্তুসল্পত্তি ক্রোক হইলে আদালতের সাহেবের যত শীঘু পারেনসে মোকদমার বিচার ও নিম্পত্তি করবেন। এবণ মোক দয়ার ডিগ্রী হইবার পূর্ক্সে কোন সময়ে যদি উপযুক্ত মালজামিন দেওয়া যায় তবে সে ক্রোক ছাড়ান যাইবেক । ৭ধ ॥ যদি মফঃসল আপীল আদালতে অথবা সদর দেওয়ানী আদালতে কোন মোকদ্দমার আপীল হয় এবণ২ সেই আদালতের সাহেবের জামিন না দেওয়ার হে ভূতে ক্রোক বহাল রাথিতে হুকুম দেন তবে উপরে লিখিত দুই ধারায় যে রীতি তাহা সেই স্থানে থাটিবেক । ৮ ধ৷ মালজামিন ও স্থাজিয়জামিনের পরিবত্ত্বে আদালত্তের সাহেবেরা নগদ টাকা কিম্ব প্রোমেসরি নোট অথবা কোম্নানির কাগজ আমানতরুপে লইতে পারেন যদ্যপি সে আদালতের খাজাঞ্চি আমানত রাখিবার জন্যে সেই টাকা ও নোট ও কা গজাদি তলব করিতে ক্ষমতা রাখে । ১ ধা। ১৮১৪ সালের ২৩ আইনের ২ ধারাদ্বারা রদী। ১০ ধা৷ যে ব্যক্তির বিরুদ্ধে ডিক্রী হয় তাহার অথবা তাহার জামিনের যদি কিছু বিষয় থাকে তবে শেষ ডিজী জারীকরণে আদালতের সাহেবের কোন প্রকারে {85] - >b”の○ ক্রোকসময়ে আসামীর দখল । ডিক্রী হইলে যে হুকুম দেওয়া যাইবে । ঐং মোকামার শীঘু নিষ্পত্তি । মফঃসল আপীল আ! দালত অথবা সদর দেও য়ানী আদালতে দরখাস্তl কোম্নানির কাগজ উপ যুক্ত জামিন। কিস্তিবন্দিদ্বারা ডি ট্রর টাকা উন্মুল।