পাতা:আইন ১৮২৮.djvu/১২৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ృty:ని [শ্বধর । ১৮১৭ ॥ ৮ অ৷ ॥ ২ ধারা দেখ } সে তদারক যাহার বর্তৃত্বাধীন হইবে । কমিসনর সাহেবের দের ক্ষমতা ও কায্যের রীতি । ইউরোপীয় আমালৱ নামে নালিশ । ১৭ আইন । ং প্র। ঐ কমিশনর সাহেবলোকেরদের যে স্থানে বৈঠক করা উচিত তদ্বিষয়ে সেখানে বৈঠক করিতে খ্রীযুত হজুর কৌন্সেলে হুকুম দিবেন। ৭ ধা। ঐ কমিসনর* সাহেবলোকেরদের সকল রোয়দাদের উপর সদর দেওয়া নী আদালত বা উপরে লিখিত বোর্ডের সাহেবের কর্তৃত্ব করিবেন এব^ কমিসনর সাহেবলোকেরদের কার্য সম্নাদনসময়ে যদি এমত কোন বিষয় উপস্থিত হয় যে তদ্ধি যয়ে আইনে কোন বিধি নাই তৰে সে বিষয়ে যাহা কর্ত্তব্য তাহা উপরে লিথিত আ • দালত ও বোর্ড ভূতির সাহেবেরদের স্থানে জিজ্ঞাসা করিবেন এবং২ তাহারা তদ্ধি যয়ে ন্যায় ও যাথার্থ বজায় রাখণের দৃষ্টেতে যে হুকুম উচিত বোধ হয় তাহা দি বেন । কিন্তু তথ্য সম্নাদনসময়ে যদি এমত কোন সন্দেহ ও কঠিন প্রকরণ উপস্থিত হয় যে তাহার উপায়ের নিমিত্তে নূতন আইন করা উচিত বোধ হয় তবে ঐ আদ। লত ও ঐং বোর্ডপ্রভৃতির সাহেবলোকেরা সে আইনের মুসবিদ। প্রস্তুত করিয়াশ্রযুত গবর্নর জেনরল বাহাদুরের হজুরে পাঠাইবেন । ৮ধ। এইরুপ তদারককরণে কোন বিশেষ কমিসনর নিযুক্ত হইলে খ্রীযুত গবর ন জেনরল বাহাদুর মোকদ্দমার ভাব ও বিষয়ের দৃষ্টে অপরাধি ব্যক্তিকে আপন পদহইতে সম্লণ্ড করা উপযুক্ত কি না তাহ নিশ্চয় করিবেন এব" সল্পগু হইলে আপনারদের নিরূপিত বেতন পাইবে কি না ইহারও আজ্ঞা দিবেন । ১ধ। উপরে লিখিত তথ্যের বিষয়ে নিযুক্ত কমিসনর সাহেবেরদের থ ন৷ লিশের নির্বাহকরণের ভার ফরিয়াদীর প্রতি থাকিবেক কিম্বা সরকারে তরফহ ইতে করা যাইবেক ইহা শ্রীযুত গবর্নর ক্ষেনরল বাহাদুর হজরহইতে স্থির করি দেন এব০২ যদি সরকারের পক্ষে নালিশ নিম্পত্তি হয় তবে ੇ সেই কর্ম্মালম্নাদন থে এক জন উপযুক্ত ব্যক্তিকে স্থির করিবেন। ১০ ধা। এই আইনানুসারে যে কমিসনর সাহেবলোকের নিযুক্ত হইবেন ত৷ হারদের এই কর্ত্তব্য যে নালিশের আরজী এবং তাহার সকল কাগজপত্রে দৃষ্টি করি য়। অপরাধির স্থানে নালিশের জওয়ান তলব করিবেন এবং তৎসম্বকীয় ফরিয়া দ্য কি অপরাধ ব্যক্তির সারিদিগকে শপথ বা স্কৃতি পূর্বক মোকদ্দমার বৃত্তান্ত জিজ্ঞাসা করিবেন আর যদি উভয় পক্ষের কেহ আর কোন কাগজপত্র প্রমাণস্বরুপ দাখিল করে তবে তাহা লইবেন এবণ উভয়ের সাক্ষী অথবা উভয়ের দাখিলকরা দস্তু! ৰেজদ্বারা যদি দেখা যায় যে এ বিষয়ে অন্য সাক্ষীও পাওয়া যায় তবে সেইং সা ফিরদিগকে ডাকাইয়া জোবানবন্দী লইবেন। [108}