পাতা:আইন ১৮২৮.djvu/১৬৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

>br>8 সরকারী উকীলের বি স্বয়ে বিধি । শুধরা ১৮১৬ ॥ ৮ মে ॥৭ ধারা দেখ।] { ১৮১৬ ॥ ৮ মে ॥ ৬ ধার। দেখ ] আদালতের উকীল । ২৭ আইন। ৬৬ধা ৷ মওস্তুেলহইতে উকীলেরা যে সকল কাগজপত্র পাইবে তাহার লিখিত রসাদ দিৰে | ৩৭ধ ॥১ প্র॥ দেওয়ানী সম্বকীয় সকল আদালতে সরকারী উকীল নিযুক্ত হই বার বিধি । তাহারা নীচে লিখিত পাঠানুসারে সনন্দ পাইবে । (এপেণ্ডিক্ল ন°১৫) ২ প্র ॥ সরকারী উকীল মরিলে বা তগীর হইলে বা ইস্তফা দিলে এবণ২ তাহার পদে অন্য ব্যক্তি নিযুক্ত হইলে’ আদালতসম্বকীয় সরকারের সেক্টারিকে তাহার রিপোট দিতে হইবে । ৩ প্র৷ সরকারী উকীলের সরকারী তরফে দেওয়ানী ও ফৌজদারী মোকদ্দমায় যে রূপে আপনার কায্য নির্ব্বাহ করিবে তাহ" | ৪ প্ল। তাহারা সরকারের বিরুদ্ধপক্ষ ব্যক্তিরদিগকে কিছু পরামর্শ দিনে না অথবা সরকারের বিরুদ্ধে কোন মোকদ্দমায় হাত দিবে না। কিন্তু অন্যং সকল ম{ কদমায় তাহার নিযুক্ত হইতে পারে। ৫ প্র। তাহারা সামান্য লোকের মোকদমায় যেরূপ রসুম পাইত সরকারী মোকদমায়ও সেই রূপ রসুম পাইবে কিন্তু সেই বসুম প্রথমতঃ আদালতে আমান, করিবার প্রয়োজন নাই। ৬ প্র ৷ অন্যধ উকীলেরদের উপর যেং বিধি থাটে সে বিধি তাহারদের উপরেও থাটিৰে। ৭ প্র॥ সরকারী খরচেতে যে মোকদমা হইলেক সে মোকদ্দমায় সরকারী উকী লের সহকারিতার কারণ অন্য উকীল নিযুক্ত হইতে পারে ঐ উকীলেরা যেরূপে মেহনতানা পাহবে। ৩৮ ধ। উভয় বিবাদী আপনং মোকদমায় আপনারাই সওয়াল জওয়াৰ করি তে পারিবে । ৩১ধ ॥১ গ্ল। মুনসিফের কাছারীর উকীলের উপর এই আইন খাটিবে না। ং প্রা যোত্রহীনের মোকদ্দমায় ১৮১৪ সালের ২৮ আইনের ৭। ১০ । ১৫ ধারা উপলক্ষেতে এই আইন থাটিৰে | [156]