পাতা:আইন ১৮২৮.djvu/১৮৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

>b>° ৰাকীদায় রাইয়তের cগুস্কার । দেওয়ানী মোকদমার বিধি । ১৯ আইন। ও রিপোর্টের নিমিত্তে কালেক্টরসাহেবকে অপর্ণ করিতে পারেন অথবা সে মোক দমা তাহারা আপনারদের রেজিষ্টরের স্থানে অপর্ণ করিতে পারেন। ং প্র। কিন্তু জজ ও রেজিষ্টরসাহেবের শীয় তাহার নিম্পত্তি করিতে না পারি লে পূর্ববৎ কালেকটরসাহেবের নিকট অর্পণ করিতে পারেন। ১৪ ধা। যে রেজিষ্টরসাহেরের একটি^রুপে জজসাহেবের পদে না থাকেন উী হার কালেকটর সাহেবের নিকট মোকদম। অপর্ণ করিতে পারেন কিন্তু ২ ন রে জিষ্টরসাহেৰ এমত ৰোধ করেন যে ১৭৯৫ সালের ৮ আইনের ১৩ ধারা " .৮১৩ সা লের ৭ আইনের ২ ধারা ও ১৭১১ সালের ৭ আইনের ১৫ ধারা ও ১৮০০ সালের ৫ আ৷ ইনের ১৪ ধারা ও ১৮০৩ সালের ২৮ আইনের ৩ং ধারা ও ১৮১২ সালের ৫ আই রের ১ং ধারায় লিখিত প্রকার মোকদ্দমা কালেক্টরসাহেবের নিকট অপর্ণ করিলে অতিশীঘু তাছার ডিজী হইবে তখন রেজিষ্টরসাহেব তদ্বিষয়ে জজসাহেবকে রি পোট দিবেন। ১৫ ধা ীি ১ প্র ৷ ১৭৯৯ সালের ৭ আইনের ১৫ ধারা এবং ১৮০০ সালের ৫ আ৷ নের ১৪ ধারা ও ১৮০৩ সালের ২৮ আইনের ৩২ ধারার বিধিক্রমে বাকীদার রাইয়ুত ও তাহারদের জামিনেরদিগকে গৃেঞ্জার করিবার দরখাস্ত যে জিলা ও শহরের মধ্যে ঐ রাইয়াত অথবা তাহার জামিন বাস করে অথবা যে জিলা কিম্বা শহরের মধ্যে তাহারদের ভূমি থাকে সেই জিলা কিন্তু শহরের আদালতের জজসাহেবের নি কট দেওয়া যাইতে পারে এব^ জজসাহেব গ্রেঞ্জার করিবার ছকুমের যে নিয়ম ১৭১১ সালের ৭ আইনের ১৫ ধারা এৰ^ ১৮০০ সালের ৫ আইনের ১৪ ধারা এব-২ ১৮৫৩ সালের ২৮ আইনের ৩২ ধারায় লিখিত আছে সেই মতে হুকুম জারী করিৰেন | .ং প্র সে গ্রেঞ্জার দরখান্তে যাহং থাকিবে তাহা । তপ্ত বাকীদার রাইয়ত অথবা তাহার জামিন গ্রেঞ্জার হইলে দাওয়ার টাকা যদি না দেয় তৰে জজসাহেব তাহাকে হুকুম দিবেন যে সে ভূমি বা জমা যে এলাকার মধ্যে আছে সে এলাকার আদালতে যে তাহাকে প্রেরণ করা অনুচিত ইহার বিশেষ কারণ সে দেখাউক এব^যদি উপযুক্ত কারণ দেখাইতে না পারে অথবা মাতবর জ। মিন দিতে না পারে তবে পেয়াদার জিয়ায় তাহাকে সে আদালতে পাঠাইতে [174]