পাতা:আইন ১৮২৮.djvu/১৯৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

>bs3 জরিমান । জরিমানা যেরূপে উ সুল করা যাইবে । >bra.8 সামান্য মোকদমীর নিধত্তি করাতে । সরকারের চিহ্নিত চাকরেরদিগকে কঞ্জদেওয়া । রেজিষ্টরসাহেবের এলাকার বৃদ্ধি । ৭ আইন। টাকা কজ দেয় বা অন্য কোন প্রকারে কোন সরকারী চাকরের উত্তমণ হয় তবে সে অন্যায়রুপে যত টাকার উত্তমণ হইয়াছে তত টাকা সরকারে গুণাগারী দিনে । ৫ ধা। উপরে লিখিত বিধির অতিক্রমে যে সকল সরকারী চাকর ঋণগুস্ত থাকে তাহার এক বৎসরের মধ্যে তাহার রিপোর্ট এযুতের হজুরে দাখিল করিবে যদি তাহারা মিয়াদের মধ্যে রিপোট না দেয় তবে এই ব্যবস্থা উল্ল^ঘন করিয়া কাজ ক রিতে যে দণ্ড হইত তাহারদের সেই দণ্ড হইবে । ৬ ধা। যে সরকারী চাকরের নূতন পদপ্রাপ্ত হয় তাহারা যদি পূর্ব্ব ਜਿਆਿਚ ਕਿ . ধির অতিক্রমে কোন ব্যক্তির কিছু ধারে তবে তাহার সেই বিষয়ের সম্বাদ প্রযুতের হজুরে দিলে । ৭ধ ॥ ১৮১৪ সালের ২১ আইনের বিধি উল্লড্রন যদি কোন এতদেশীয় লোক জ্ঞাত সারে কোন সরকারী কর্ম্ম গ্রহণ করে তবে যে কর্ম্মেতে সে নিযুক্ত হইবে তাহার সেই পদের বার্ষিক মেহনতআনা বা বেতনের দশগুণ জরিমান সরকারে হইবে । ৮ধ। এই আইনে লিখিত গুণাগারীর উসুল বিষয়ের তাবৎ মোকদম এযুতের হজুরের হুকুমের অনুসারে উপস্থিত হইবে এব০১ আদালতের স্মারক ও সুপরিষ্টে ণ্ডেণ্ট সাহেবকর্তৃক অথবা তৎকর্ম্মে অন্য যে কোন সরকারী চাকর নিযুক্ত হইবে তৎকর্তৃক নির্ব্বাহ হইবে। যে মফঃসল আপীল আদালতের এলাকার মধ্যে সে কজ লওয়া যায় অথবা মহাজন বাসেন্দা বা সমুক্তিযুক্ত হয় সেই আদালতে সেই মোক দমা উপস্থিত হইবে । মফঃসল আপীল আদালতের ডিক্রর আপীল হইতে পাৰে এবণ দেওয়ানী আদালতে অন্য সকল ডিক্রী জারী করণের যে হুকুম আছে সেই হুকুম অনুসারে সেই ডিফ্র জারী হইলে । ৩ আইন । ং স্থা। ১ প্ল রেজিস্টরসাহেবের যে জিলাতে জাইন্ট মাজিন্ত্রেটের পদে নিযুক্ত থাকেন সেই জিলার কোন স্থানে মোকদম উপস্থিত হইলে তাহারা তাহ শুনিতে পারেন । ং প্র। রেজিস্টরসাহেবের সদর মোকামের বাহিরে অন্য কোন স্থানে স্থাপিত হইলে তাহার কর্ম্ম চালানের বিষয়ে বর্ত্তমান যে বিধি আছে সে বিধি উপরে লিথি ত মোকদ্দমার উপর থাটিবে। ৩ গ্র ॥ যে জিলা ও শহরের এলাকার মধ্যে সে মোকদম উপস্থিত হইয়া থাকে সেই আদালডের জজসাহেবের নিকট ঐ রেজিষ্টরসাহেবের রিপোট দিবেন। | 186]