পাতা:আইন ১৮২৮.djvu/৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিজ্ঞাপন। এই পৃষ্ঠকে ১৯৭৩ অবধি ১৮২৪ সালপর্য্যন্ত সুবে বাঙ্গালা ও বেহার ও উড়িষ্যার দেওয়ানী মোকদ্দমাসম্পাদনাৰ্থে যে সকল আইন হজুরে নির্দ্দিষ্ট হইয়াছে তাহার সার সংগ্রহ হইল। ফৌজদারী আইনের সারসংগ্রহে যেরূপ লিখিত আছে তদনুসারে এই পুস্তকের কথা শুদ্ধ করা গিয়াছে। ঐ পূর্ব্বোক্ত সারসংগ্রহে যে কারণ লেখা আছে তন্নিমিত্তে পশ্চিমদিকস্থ অর্থাৎ জয়লব্ধ ও দত্ত দেশের দেওয়ানী মোকদ্দমাসম্পাদনাৰ্থে যে আইন নির্দ্দিষ্ট হইয়াছে তাহা এই পুস্তকে দেওয়া যায় নাই। যে অইন রদ হইয়াছে তাহাও লিখিত নাই। চলিত আইন যে রূপে শুধরা গিয়াছে অথবা তাহার সম্পর্ক যে রূপে বিস্তারিত হইয়াছে তাহ পার্শ্বস্থ জেকেরে স্পষ্টরুপে লিখিত আছে। যেখানে কোন কথায় যেখানে এই ২ রূপে চিহ্ন দেওয়া গিয়াছে (*||**) সেখানে এই জানিবা যে তাহার সন্নিহিত জেকের সেই কথার উপরে খাটিবে। যেখানে পার্শ্বে জেকের আছে এবং মূলের কথায় কোন বিশেষ চিহ্ন নাই সেইখানে এই জানিবা যে সেই জেকের সেই তাবৎ ধারা বা প্রকরণের উপর খাটিবে।