পাতা:আকাশ-প্রদীপ-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৭৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

আকাশ-প্রদীপ আমাদের ময়ুর এসে পুচ্ছ নামিয়ে বসে পাশের রেলিংটির উপর। আমার এই আশ্রয় তার কাছে নিরাপদ, এখানে আসে না তার বে-দরদী শাসনকর্তা বাধন হাতে। বাইরে ডালে ডালে কাচা আম পড়েছে ঝুলে, নেবু ধরেছে নেবুর গাছে, একটা একলা কুড়চি গাছ আপনি আশ্চর্য আপন ফুলের বাড়াবাড়িতে। প্রাণের নিরর্থক চাঞ্চল্যে ময়ুরটুি ঘাড় বাকায় এদিকে ওদিকে। তার উদাসীন দৃষ্টি কিছুমাত্র খেয়াল করে না আমার খাতা লেখায় ; করত, যদি অক্ষরগুলো হোত পোকা, তাহলে নগণ্য মনে করত না কবিকে । হাসি পেল ওর ঐ গম্ভীর উপেক্ষায়, ওরই দৃষ্টি দিয়ে দেখলুম আমার এই রচনা। দেখলুম, ময়ূরের চোখের ঔদাসীন্য কাচা আম-ঝোল গাছের পাতায় পাতায়, তেঁতুল গাছের গুঞ্জনমুখর মৌচাকে। ভাবলুম মাহেন্দজারোতে এই রকম চৈত্রশেষের অকেজো সকালে (2 ريا