পাতা:আচার্য্য প্রফুল্লচন্দ্র.djvu/১০৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

আচার্য্য প্রফুলচজ উত্তর বঙ্গে বন্যা আচার্য্য রায়ের দেশসেবা এখানেই শেষ হল না । শীঘ্রই দেশসেবার জন্য তিনি আরও সুযোগ পেলেন। ১৯২২ সালে সেপ্টেম্বর মাসে পূজার সময় উত্তর বঙ্গ ভীষণ বন্যায় প্লাবিত হয়। সারা রাজসাহী জেলা, পাবনা ও বগুড়া জেলার কিয়দংশ বন্যায়। একেবারে ভেসে যায়। বন্যার জলে লোকের ঘর-বাড়ী ভেসে যায়, গরু-বাছুর নষ্ট হয়ে যায়, শস্য একেবারে খারাপ হয়ে যায়। জল কোথাও কোথাও সাত আট হাত উঠেছিল । রেল লাইন ভেঙ্গে গিয়ে লোকের ভয়ানক অসুবিধা হয়েছিল। এই বন্যায় উত্তর বঙ্গের যথেষ্ট ক্ষতি করে। সরকারী মতে প্রায় ১৮০০ বৰ্গ মাইল বন্যায় ভেসে গিয়েছিল। এতখানি জায়গার সব বাড়ীঘর ভেসে যায়, ৪০৫০ জন লোক মারা যায়, ১২ হাজার গরু-বাছুরের কোন খবর পাওয়া যায় না । আর শস্যও সব নষ্ট হয়ে গিয়েছিল। যখন কলিকাতায় এই নিদারুণ সংবাদ পৌছল, তখন সরকার নিশ্চেষ্ট হয়ে রয়েছেন, জনসাধারণও কিংকর্ত্তব্যবিমূঢ় হয়ে রয়েছে। নেতারা স্থির করতে পারছিলেন না যে এ অবস্থায় কি করা কীর্ত্তব্য। এমন অবস্থায় আচার্য্য প্রফুল্লচন্দ্র নিশ্চিন্ত থাকতে না পেরে, কলিকাতাবাসীদের