পাতা:আচার্য্য প্রফুল্লচন্দ্র.djvu/১১২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

active vect नौगड আচার্য্য প্রফুল্লচন্দ্রের দানশীলতা সর্বজনবিদিত। বিশেষভাবে ছাত্রসমাজ ভঁার দানের পাত্র। অনেক দরিদ্র ছাত্র তার সাহায্যে বিশ্ববিদ্যালয়ের বিদ্যাশিক্ষা করতে পেরেছে। যখন তিনি প্রথম প্রেসিডেন্সী কলেজে অধ্যাপক হন, তখন থেকেই তিনি তঁহার বেতনের অধিকাংশ দরিদ্র ছাত্রদের মধ্যে বিতরণ করতেন। সুখের বিষয় সেই সব দরিদ্র ছাত্রগণের মধ্যে অনেকেই এখন সংসারে উন্নতি লাভ করেছেন। EDD SDDD DDDB BD BDB LBBD S BBD বিশ্ববিদ্যালয়কে দশ হাজার টাকা দান করেন। এই টাকা থেকে প্রতি বৎসর একটী পারিতোষিক দেওয়া হবে। যিনি বিজ্ঞান-মন্দির থেকে রাসায়নিক বিজ্ঞানে সর্বোৎকৃষ্ট গবেষণা করবেন। তঁকে এই পুরস্কার দেওয়া হবে। এ পুরস্কারের পরিমাণ হবে একটী সুবর্ণ মেডেল যার দাম একশত টাকা ও নগদ পাঁচশত টাকা। প্রাচীন ভারতের স্বনামধন্য রাসায়নিক নাগাৰ্জনের নামে এই পুরস্কারের নামকরণ হবে। Y e8