পাতা:আচার্য্য প্রফুল্লচন্দ্র.djvu/১১৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

আচার্য্য প্রফুল্লচন্দ্র গ্রামে ও জেলায় শিক্ষাপ্রচারের জন্য দশ হাজার টাকা দান করেছেন। যাতে এই অর্থের সদ্ব্যবহার হয়, সেজন্য তিনি arfs fair-iff&g ( Council of Education ) হন্তে শিক্ষার ব্যবস্থার ও অর্থ ব্যয়ের ভার দিয়েছেন । ১৯১৮ সালে যখন আচার্য্য রায় মাদ্রাজ বিশ্ববিদ্যালয়ে বক্তৃতা দেন, তখন বিশ্ববিদ্যালয় তঁকে যে পারিশ্রমিক দেন, তিনি তাহা নিজে গ্রহণ না করে বিশ্ববিদ্যালয়কে প্রত্যাৰ্পণ করেন। সেই অর্থে তিনি ভারতবন্ধু Wedderburn-এর নামে একটি পুরস্কারের সৃষ্টি করেন। মান্দ্রাজ বিশ্ববিদ্যালয়ে যে ছাত্র রসায়নশাস্ত্রে সর্বোৎকৃষ্ট গবেষণা করবেন, তাকেই এই পুরস্কার দেওয়া হবে। আবার যখন পাঞ্জাব বিশ্ববিদ্যালয় কর্তৃক অনুরুদ্ধ হয়ে তিনি লাহোরে বক্তৃতা দেন, সেবারও তিনি সমস্ত টাকা বিশ্ববিদ্যালয়কে দান করেছিলেন । ১৯২৫ অব্দে নাগপুর বিশ্ববিদ্যালয় তঁকে নাগপুরে दङ्ड लिद्ड अांश्वांन कानन । qवांब्र७ डिनेि १थथद्रत বাদ সব টাকা বিশ্ববিদ্যালয়কে ফিরিয়ে দেন । বিজ্ঞান-মন্দিরের স্থাপনার প্রথম থেকেই আচার্য্য রায় রসায়নশাস্ত্রের পালিত অধ্যাপক রূপে নিযুক্ত আছেন। কিন্তু পালিত ট্রাষ্টের নিয়ম অনুসারে অধ্যাপকের ষাট $ ebዖ