পাতা:আচার্য্য প্রফুল্লচন্দ্র.djvu/১১৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

আচার্য্য প্রফুল্লচন্দ্র কিন্তু তিনি তঁর জীবনের শ্রেষ্ঠদান করলেন খাদি প্রচারের জন্য । যাতে দেশময় খাদি প্রচার হয়। সেজন্য তিনি ষ্ঠার আজীবনের সঞ্চয় দান করলেন। যখন তিনি দলিল করে এই দান তার মনোনীত ট্রাষ্ট্রীদের হাতে সমৰ্পণ করেন, তখন তিনি সে কার্য্য খুব সংগোপনে করেছিলেন। তঁর ইচছা ছিল যেন জনসাধারণে তঁর দানের কথা জানতে না। পারে । কিন্তু কোন উপায়ে সেই দানের কথা সাধারণে জানতে পারুল। সকলে বুঝল যে আচার্য্য রায় তঁর সর্বস্ব দধীচির ন্যায় দেশের কাজে উৎসগা করেছেন । তিনি আজীবন প্রায় ৫৬০০০২ টাকা-বেঙ্গল কেমিক্যাল ও অন্যান্য কোম্পানীর “শেয়ার”-সঞ্চয় করেছিলেন । এই সমস্ত টাকা তিনি তঁর প্রিয় কায্যে নিয়োজিত করলেন। সারা ভারত ভঁার স্বার্থত্যাগের কথা শুনে বিস্মিত হল । তঁর দানশীলতা সম্বন্ধে একখানি সংবাদপত্র (Times) Cre-“Fully nine-tenths of his income goes to the support of poor students in Calcutta; and he is deeply revered by the great throng of undergraduates in the city." YS40