পাতা:আচার্য্য প্রফুল্লচন্দ্র.djvu/১২০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

আচার্য্য প্রফুল্লচন্দ্র নিজে একজন বৈজ্ঞানিক, সুতরাং ইতিহাসে। তঁর গভীর প্রবেশ দেখে সকলেই আশ্চর্য্য হয়ে যান। এই সম্পর্কে তিনি বলেন যে, যখন তিনি আলিগড় জাতীয় বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে এই আহবান পান। তিনি আশ্চর্য্য হন যে, তঁর মত একজন বাঙ্গালী বৈজ্ঞানিককে উত্তরভারতের মুসলমান বিশ্ববিদ্যালয়ের কাজে কোন ডাকা হল। হয়ত তিনি নিজে শিক্ষাবিষয়ে কিঞ্চিৎ অভিজ্ঞতা সঞ্চয় করেচেন বলে এই শিক্ষার কেন্দ্রে ভঁর আহবান হয়েছে। তিনি আরও বলেন যে, সমস্ত বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা মন্ত্র হওয়া উচিত যা স্যর আশুতোষ বলেছিলেনFreedom first, freedom second, freedom always । কিন্তু এই স্বাধীনতা বলতে তিনি শুধু বিশ্ববিদ্যালয়ের আভ্যন্তরিক স্বাধীনতার কথা বলেন নি, তার DDD D DBD BBDBDB SLL DD BDDDBB BDBDBDg বলেছিলেন । এ-সম্বন্ধে তিনি অন্যত্র বলেছেন ঃ “আমি ত আজীবন গোলামখানায় দাসখত লিখিয়া বসিয়া আছি। ২৫২৬ বৎসর চাকুরী করিয়া পেন্সন ভোগ করিতেছি। বাংলার ভূতপূর্ব গবর্ণর লর্ড রোণান্ডসে স্বয়ং আমাকে পত্র লিখিয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোর্টের XdR